পুলিশ / সেনা চাকরী

মাধ্যমিক পাশে উপকূল বাহিনীতে প্রার্থী নিয়োগ,আবেদনের শেষ তারিখ-১৬/০৭/২০২১

মাধ্যমিক পাশে উপকূল বাহিনীতে মোট ৩৫০ টি পদে প্রার্থী নিয়োগের একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
০১/২০২২ ব্যাচ এর মাধ্যমে নিয়োগ করা হবে ।যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো।

 

১/ পদের নাম :- নাবিক (জেনারেল ডিউটি)।

• শূন্য পদের সংখ্যা :- ২৬০ টি।

• শিক্ষাগত যোগ্যতা :- কাউন্সিলর অফ বোর্ডস ফর স্কুল এডুকেশন স্বীকৃত যেকোনো বোর্ড থেকে গণিত ও পদার্থবিজ্ঞান সহ উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। প্রসঙ্গত পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ হলো COBSE অনুমোদিত একটি বোর্ড।

 

২/ পদের নাম :- নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ)।

• শূন্য পদের সংখ্যা :- ৫০ টি।

• শিক্ষাগত যোগ্যতা :-কাউন্সিলর অফ বোর্ডস ফর স্কুল এডুকেশন স্বীকৃত যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে। প্রসঙ্গত পশ্চিমবঙ্গের মাধ্যমিক শিক্ষা সংসদ হলো COBSE অনুমোদিত একটি বোর্ড।

 

৩/ পদের নাম :- যান্ত্রিক

• শূন্য পদের সংখ্যা :- ৪০ টি।

• শিক্ষাগত যোগ্যতা :-কাউন্সিলর অফ বোর্ডস ফর স্কুল এডুকেশন স্বীকৃত যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে। ইলেকট্রিকাল /মেকানিকাল/ ইলেকট্রনিক্স বিষয়গুলিতে দুই বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে।

 

• বয়স সীমা :- উপরিউক্ত পদ গুলির জন্য প্রার্থীদের বয়স 18 থেকে 22 বছরের মধ্যে হতে হবে।OBC প্রার্থীরা ৩ আছরের বয়সে ছাড় পাবে। এবং SC,ST প্রার্থীরা ৫ বছরের বয়সে ছাড় পাবে।

 

• শারীরিক যোগ্যতা :- উচ্চতা কমপক্ষে ১৫৭ সেমি হতে হবে। আসাম ,নাগাল্যান্ড ,মিজোরাম, মেঘালয়, মানিপুর, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, গারোয়াল,সিকিম এবং আন্দামান দ্বীপপুঞ্জ এলাকার বাসিন্দারা ৫ সেমি উচ্চতার ছাড় পাবে । এবং লাক্ষাদ্বীপ অঞ্চলের বাসিন্দারা ২ সেমি উচ্চতা ছাড় পাবে।ছাতি হতে হবে সুগঠিত এবং যথাযথ। সঙ্গে ৫ সেমি প্রসারণ এর ক্ষমতা থাকতে হবে।
প্রার্থীর বয়স এবং উচ্চতা অনুযায়ী ওজন যথাযথ হতে হবে, তবে ১০ শতাংশ কম বেশি গ্রহণযোগ্য।
শ্রবণ ক্ষমতা হতে হবে সাধারণ।
(প্রার্থীদের শরীরে কোনো রকম স্থায়ী ট্যাটু থাকলে আবেদন করতে পারবে না)।

 

• ফিজিক্যাল ফিটনেস টেস্ট :- ৭ মিনিট সময়ের মধ্যে ১.৬ কিমি দৌড়াতে হবে।

২০ টি স্কোয়াট অ্যাপস।
১০ টি পুস আপ।

 

• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী ব্যক্তিরা অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে।

 

• নিয়োগ পদ্ধতি :- তিনটি টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। ১: পরীক্ষার মাধ্যমে , ২: কম্পিউটার বেস্ পরীক্ষার মাধ্যমে, ৩: ফিজিক্যাল ফিটনেস টেস্টের মাধ্যমে ।

 

• আবেদনের তারিখ :- ০২/০৭/২০২১ – ১৬/০৭/২০২১

 

• আবেদন ফি :- জেনারেল ও OBC প্রার্থীদের ক্ষেত্রে ২৫০ /- টাকা লাগবে। এবং SC,ST প্রার্থীদের কোনরকম আবেদন ফি লাগবে না।

 

চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন- (official website)-https://joinindiancoastguard.cdac.in/
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

পুলিশ / সেনা চাকরী

WB Police Jobs:পশ্চিমবঙ্গ পুলিশের বড় ঘোষণা

গত বছর পশ্চিমবঙ্গ পুলিশের টেলিকমিউনিকেশনের অধীনে ওয়ারলেস সুপারভাইজার (টেকনিকাল) গ্রেড-টু পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল। ...