পুলিশ / সেনা চাকরী

সেনাবাহিনী নিয়োগ র‌্যালি, কলকাতাই

Indian Army, Recruiting Office (Headquarter) Kolkata (West Bengal) বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি নাম্বার হল -2020-21 । আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। সেনাবাহিনী নিয়োগ র‌্যালি ২২ এপ্রিল ২০২১ এ কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পাসচিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রাম হবে ।আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –

 

পোস্টের নাম :- SEPOY PHARMA

 

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-10+2/ Intermediate Exam pass and qualified in D Pharma with minimum 55% marks in aggregate and registered with State Pharmacy Council / Pharmacy Council of India. Individuals qualified in B Pharma with minimum 50% marks and registered with State Pharmacy Council/ Pharmacy Council of India are also eligible

বয়সসীমা:- ১৯ বছর থেকে ২৫ বছরের মধ্যে বয়স হতে হবে । ০১/১০/২০২১ সাল ধরে
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

 

আবেদন প্রক্রিয়া :- আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে নির্দেশিকা অনুসারে অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।মনে রাখবেন আবেদনটি যেন ত্রুটি মুক্ত হয়, যে কোনও ধরণের ত্রুটির ক্ষেত্রে আবেদনটি বাতিল হতে পারে।
সরাসরি আবেদনের লিঙ্ক নিচে দেওয়া আছে

 

গুরুত্বপূর্ন তারিখগুলো(Important Dates-)
আবেদন শুরু -০২/০২/২০২১
আবেদন শেষ -১৮/০৩/২০২১

 

অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- http://joinindianarmy.nic.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf
এখানে সরাসরি আবেদন করুন ► Apply

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

পুলিশ / সেনা চাকরী

WB Police Jobs:পশ্চিমবঙ্গ পুলিশের বড় ঘোষণা

গত বছর পশ্চিমবঙ্গ পুলিশের টেলিকমিউনিকেশনের অধীনে ওয়ারলেস সুপারভাইজার (টেকনিকাল) গ্রেড-টু পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল। ...