পুলিশ / সেনা চাকরী

র‍্যালির মাধ্যমে সেনা বাহিনীর বেশ কিছু বিভাগে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হবে

অষ্টম, দশম ও দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ প্রার্থী যাঁরা সেনাবাহিনীতে যোগদান করতে ইচ্ছুক, এই র‍্যালিতে অংশগ্রহণ করতে পারেন।এই র‍্যালির মাধ্যমে সেনা বাহিনীর বেশ কিছু বিভাগে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হবে। যার মধ্যে রয়েছে Soldier on Duty,
Soldier Clerk, Soldier Nursing Assistant, Soldier Tradesman and Soldier Technical-এর মতো পদ।
http://joinindianarmy.nic.in/Authentication.aspx. -এ গিয়ে আবেদন পত্র জমা দিতে পারেন। আগামী ২২ মে ২০২১ পর্যন্ত করা যাবে এই আবেদন। এরপর ২৩ মে প্রার্থীদের ই-মেল আইডিতে অ্যাডমিট কার্ড পাঠানো হবে।
ই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম কিছু শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। আবেদনকারীকে অষ্টম, দশম অথবা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ অবশ্যই হতে হবে। তবেই তাঁরা এই র‍্যালিতে অংশগ্রহণ করতে পারবেন।আগামী ৭ জুন থেকে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে এই র‍্যালি। এই র‍্যালিটি উত্তরপ্রদেশের ফতেগড় অবস্থিত রাজপুত রেজিমেন্ট সেন্টারে আয়োজিত হবে।

 

You may also like

20 Comments

  1. Interested job

  2. S/O:Gouranga ghorai, chistipur, purba Medinipur, Manglamaro, 721434

    1. Sitapur Rampur indpur bankura

  3. Viil .Kathuadanga p.o+p.s Bamangola. Dust. Malda

  4. Ahirpintu423@gmail com

  5. Vii-shaldahari.po-marhtala.ps-debra.paschim madnipur.

  6. Vill. Sandhipur p.o chinditora dist hoogly

  7. I love army

  8. Yes

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

পুলিশ / সেনা চাকরী

WB Police Jobs:পশ্চিমবঙ্গ পুলিশের বড় ঘোষণা

গত বছর পশ্চিমবঙ্গ পুলিশের টেলিকমিউনিকেশনের অধীনে ওয়ারলেস সুপারভাইজার (টেকনিকাল) গ্রেড-টু পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল। ...