ব্যাঙ্কে চাকরী

পোস্ট অফিসে ২৩৫৭ পদে নিয়োগ, ১৯ অগাস্ট আবেদনের শেষ তারিখ

গ্রামীণ ডাক সেবক পদের জন্য বেশকিছু শূন্যপদে প্রার্থীর নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –

 

• পদের নাম :- গ্রামীণ ডাক সেবক

 

• শূন্য পদের সংখ্যা :- 2357 টি।

 

• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে অবশ্যই দশম শ্রেণি উত্তীর্ণ বা সেকেন্ডারি পাশ হতে হবে। কোনও স্বীকৃত বোর্ড থেকে তাঁদের অবশ্যই গণিত, স্থানীয় ভাষা ও ইংরেজিতে পাশ মার্কস থাকতে হবে। আবেদনকারীর দশম শ্রেণি পর্যন্ত স্থানীয় ভাষা পাঠ্য হিসাবে থাকা বাধ্যতামূলক।

 

• বয়স সীমা :- প্রার্থীর বয়স 18 থেকে 40 এর মধ্যে হতে হবে।সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।

 

• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে। এবং আবেদনের রসিদ নিজের কাছে প্রমাণ হিসাবে রাখতে হবে।

 

• আবেদনের তারিখ :- 20/07/2021 – 19/08/2021 পর্যন্ত।

 

• আবেদন ফি :- OC/OBC/EWS Male / trans-man-দের জন্য আবেদনের ফি ১০০ টাকা। সব মহিলা ও ট্রান্সওম্যান প্রার্থীদের জন্য কোনরকম আবেদন ফি লাগবে না।

 

• নিয়োগ পদ্ধতি :- মেধার ভিত্তিতে আবেদনকারীদের যোগ্যতা বিচার করা হবে।

 

চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে নিচে থাকা অফিশিয়াল ওয়েবসাইট দেখুন(Official website) – https://appost.in/gdsonline অথবা https://indiapost.gov.in
অবশ্য PDFডাউনলোড করুন- PDF
এখানে সরাসরি আবেদন করুন- Apply

You may also like

ব্যাঙ্কে চাকরী

স্টেট ব্যাঙ্কে ৫০০৮ জন কে নিয়োগ করা হবে, তারাতারি চাকরীর জন্য আবেদন করুন

কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসোসিয়েটস পদে ছেলেমেয়ে নিচ্ছে । আগ্রহী প্রার্থীদের ...

1 Comment

  1. Me semester2 me parta hu

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

ব্যাঙ্কে চাকরী

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে চাকরী , আবেদনের শেষ তারিখ 26 অগাস্ট

চিফ রিস্ক অফিসার পদে নিয়োগ করছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো ...
ব্যাঙ্কে চাকরী

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে চাকরীর জন্য আবেদন করুন

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) চ্যানেল ম্যানেজার ফ্যাসিলিটেটর , চ্যানেল ম্যানেজার সুপারভাইজার ও সাপোর্ট অফিসার ...