
গ্রামীণ ডাক সেবক পদের জন্য বেশকিছু শূন্যপদে প্রার্থীর নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
• পদের নাম :- গ্রামীণ ডাক সেবক
• শূন্য পদের সংখ্যা :- 2357 টি।
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে অবশ্যই দশম শ্রেণি উত্তীর্ণ বা সেকেন্ডারি পাশ হতে হবে। কোনও স্বীকৃত বোর্ড থেকে তাঁদের অবশ্যই গণিত, স্থানীয় ভাষা ও ইংরেজিতে পাশ মার্কস থাকতে হবে। আবেদনকারীর দশম শ্রেণি পর্যন্ত স্থানীয় ভাষা পাঠ্য হিসাবে থাকা বাধ্যতামূলক।
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 18 থেকে 40 এর মধ্যে হতে হবে।সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে। এবং আবেদনের রসিদ নিজের কাছে প্রমাণ হিসাবে রাখতে হবে।
• আবেদনের তারিখ :- 20/07/2021 – 19/08/2021 পর্যন্ত।
• আবেদন ফি :- OC/OBC/EWS Male / trans-man-দের জন্য আবেদনের ফি ১০০ টাকা। সব মহিলা ও ট্রান্সওম্যান প্রার্থীদের জন্য কোনরকম আবেদন ফি লাগবে না।
• নিয়োগ পদ্ধতি :- মেধার ভিত্তিতে আবেদনকারীদের যোগ্যতা বিচার করা হবে।
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে নিচে থাকা অফিশিয়াল ওয়েবসাইট দেখুন(Official website) – https://appost.in/gdsonline অথবা https://indiapost.gov.in
অবশ্য PDFডাউনলোড করুন- PDF
এখানে সরাসরি আবেদন করুন- Apply
Me semester2 me parta hu