
India Post, North East Postal Circle বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি নাম্বার হল – Staff/Rectt/Sports Quota/ Notification/2021, Dated 25/10/2021।
আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট ২৩ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –
পোস্টের নাম :- POSTAL ASSISTANT:- মোট শূন্য পদের সংখ্যা হল ৮ টি
POSTMAN:-মোট শূন্য পদের সংখ্যা হল ০৪ টি
MULTI-TASKING STAFF:-মোট শূন্য পদের সংখ্যা হল ১১ টি
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ২৩ টি
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-Class 12 pass in case of Postal Assistant/ Postman and Class 10 pass in case of MTS. Candidates must be a meritorious Sportsperson
বয়সসীমা:-১৮ থেকে ২৭ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
আবেদন প্রক্রিয়া :- আবেদনের জন্য প্রার্থীদের নিচে দেওয়া ঠিকানাতে আবেদন প্ত্র পাঠাতে হবে ।
ঠিকানা- Assistant Postmaster General (Staff) O/o the Chief Postmaster General, N.E. Circle, Shillong-793001, on or before 03/12/2021
গুরুত্বপূর্ন তারিখগুলো(Important Dates-)
আবেদন শেষ -০৩/১২/২০২১
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )-https://www.indiapost.gov.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf