
38,926 পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করল ইন্ডিয়া পোস্ট । গ্রামীণ ডাকসেবক হিসেবে নিয়োগের জন্যই এই বিজ্ঞপ্তি। ডাকসেবক ছাড়াও BPM/ABPM পদেও নিয়োগ করছে ইন্ডিয়া পোস্ট। ইচ্ছুক প্রার্থীদের 5 জুনের মধ্যে অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে।আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –
পোস্টের নাম :- গ্রামীণ ডাকসেবক ও BPM/ABPM
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- 38,926
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-অঙ্ক ও ইংরেজি নিয়ে দশম শ্রেণিতে পাশ করেছে এমন ব্যক্তিরাই আবেদন করতে পারবেন
বয়সসীমা:- ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
প্রার্থীদের বেতন যথাক্রমে :- BPM পদে নিযুক্তরা 12 হাজার টাকা এবং ডাকসেবক পদে নিযুক্তরা 10 হাজার টাকা পর্যন্ত মাসিক বেতন পাবেন।
আবেদন ফি :- ১০০ টাকা আবেদন ফি লাগবে।
ওবিএস- / ইডাব্লুএস-/এসসি- / এসটি- / পিডাব্লুডি- প্রার্থীদের ক্ষেত্রে কোনও আবেদন ফী লাগবে না।
ডেবিট / ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং বা অন্য যে কোনও বিকল্প উপলব্ধ ব্যবহার করে অনলাইন মোডের মাধ্যমে ফি প্রদান করা যেতে পারে । বিস্তারিত জানুন বিজ্ঞপ্তি থেকে।
আবেদন প্রক্রিয়া :- ইচ্ছুক ব্যক্তিরা indiapostgdsonline.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )-indiapostgdsonline.gov.in
Official PDF- PDF file
Apply Link – Apply Here