ব্যাঙ্কে চাকরী

Indbank এর তরফ থেকে বেশকিছু শূন্য পদে প্রার্থী নিয়োগ

Indbank এর তরফ থেকে বেশকিছু শূন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –

 

১/ পদের নাম :- হেড DP ডিপারমেন্ট।
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।

 

২/ পদের নাম :- হেড একাউন্ট ওপেনিং ডিপারমেন্ট।
• শূন্য পদের সংখ্যা :- 1টি।

 

৩/ পদের নাম :- DP স্টাফ।
• শূন্য পদের সংখ্যা :- 3 টি।

 

৪/ পদের নাম :- ব্রাঞ্চ হেড – রিলেশন লোন কনসিলার।
• শূন্য পদের সংখ্যা :- 5 টি।

 

৫/ পদের নাম :- ফিল্ড স্টাফ – রিলেশন লোন কনসিলার।
• শূন্য পদের সংখ্যা :- 17 টি।

 

• বেতন :- (20000 — 70000/-) প্রতিমাসে ।

 

• শিক্ষাগত যোগ্যতা :- Graduation in any discipline. Relevant experiences required.

 

• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা নিজেদের জরুরি ডকুমেন্ট সহ আবেদনপত্রটি একটি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

 

•আবেদনের ঠিকানা :- Indbank, # 480, 1st Floor, Khivraj Complex 1, Anna Salai, Nandanam, Chennai 600035
• আবেদনের শেষ তারিখ :- 14/08/2021

 

• নিয়োগ পদ্ধতি :- যোগ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।

 

• চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন(official website) – https://corporate.indbankonline.com
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply

You may also like

ব্যাঙ্কে চাকরী

স্টেট ব্যাঙ্কে ৫০০৮ জন কে নিয়োগ করা হবে, তারাতারি চাকরীর জন্য আবেদন করুন

কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসোসিয়েটস পদে ছেলেমেয়ে নিচ্ছে । আগ্রহী প্রার্থীদের ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

ব্যাঙ্কে চাকরী

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে চাকরী , আবেদনের শেষ তারিখ 26 অগাস্ট

চিফ রিস্ক অফিসার পদে নিয়োগ করছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো ...
ব্যাঙ্কে চাকরী

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে চাকরীর জন্য আবেদন করুন

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) চ্যানেল ম্যানেজার ফ্যাসিলিটেটর , চ্যানেল ম্যানেজার সুপারভাইজার ও সাপোর্ট অফিসার ...