
আয়কর বিভাগের তরফ থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ শূন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
১/ পদের নাম :- মাল্টি-টাস্কিং স্টাফ।
• শূন্য পদের সংখ্যা :- 4 টি।
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীদের মাধ্যমিক পাস হতে হবে।
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 18 থেকে 25এর মধ্যে হতে হবে।
২/ পদের নাম :- স্টেনোগ্রাফার।
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীদের উচ্চমাধ্যমিক পাস হতে হবে।
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 18 থেকে 27 এর মধ্যে হতে হবে।
৩/ পদের নাম :- ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ।
• শূন্য পদের সংখ্যা :- 7 টি।
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীদের উচ্চমাধ্যমিক পাস হতে হবে।
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 18 থেকে 27 এর মধ্যে হতে হবে।
৪/ পদের নাম :- ট্যাক্স ইনস্পেক্টর।
• শূন্য পদের সংখ্যা :- 3 টি।
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীদের কমপক্ষে স্নাতক হতে হবে।
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 18 থেকে 30 এর মধ্যে হতে হবে।
• বিশেষ বিজ্ঞপ্তি :- যেহেতু স্পোর্টস কোটায় এই নিয়োগ করা হবে, তাই জাতীয় অথবা আন্তর্জাতিক স্তরে রাজ্য অথবা দেশের প্রতিনিধিত্ব করেছেন, এমন খেলোয়াড়রাই আবেদন করতে পারবেন।
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অফলাইনে নির্দিষ্ট ঠিকানায় নিজেদের আবেদনপত্র পাঠানোর মাধ্যমে আবেদন করতে পারবেন।
• আবেদনের তারিখ :- 30/09/2021
• আবেদনের ঠিকানা :- Deputy Commissioner, Income Tax Department, 1st Floor, Aayakar Bhawan, Revenue Vihar, Bhubaneswar-751007
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) –https://www.incometaxindia.gov.in/Pages/recruitment-notices.aspx
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf