Top খবর

আমার প্রাণহানির আশঙ্কা রয়েছে-ভোটের আগেই ‘বোমা’ ফাটালেন ইমরান!

হাতে আর মাত্র দুইদিন। তারপরই ভাগ্য নির্ধারণ হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের।
শুক্রবারই তিনি দাবি করেন যে, তাঁর প্রাণহানির আশঙ্কা রয়েছে। বিশ্বাসযোগ্য সূত্রেই তিনি এই খবর পেয়েছেন বলে জানিয়েছেন।
তবে তিনি ভয় পাচ্ছেন না এবং স্বাধীন ও গণতান্ত্রিক পাকিস্তানের জন্য লড়াই চালিয়ে যাবেন বলেও জানান।
গত সপ্তাহেই ইমরান দাবি করেছিলেন, তাঁকে গদিচ্যুত করার জন্য় বিদেশি শক্তি কাজ করছে।

শুক্রবার সেই প্রসঙ্গই ফের একবার তুলে তিনি বলেন,জানিয়ে রাখি যে আমার জীবন সঙ্কটে রয়েছে।
বিরোধী দলগুলি, যারা বিদেশি শক্তির হাতে পরিচালিত হচ্ছে, তারা আমার চরিত্র নিয়েও আক্রমণ করার পরিকল্পনা করছে।
শুধু আমিই নয়, আমার স্ত্রীর চরিত্র নিয়েও প্রশ্ন তুলতে চায় তারা।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *