
IDBI ব্যাংকের তরফ থেকে বেশকিছু শূন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
• পদের নাম :- এক্সিকিউটিব।
• মোট শূন্য পদের সংখ্যা :- 956 টি।
• বেতন :- (29,000 – 34,000 /-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীদের অন্তত 55 শতাংশ নম্বর সহ স্নাতক হতে হবে।SC,ST,PWD অন্তর্ভুক্ত প্রার্থীদের জন্য অন্তত 50 শতাংশ নম্বর থাকা আবশ্যক। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে।
• বয়স সীমা :- 1/07/2021 এর সময় অনুসারে প্রার্থীর বয়স 20 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে।
• আবেদনের শেষ তারিখ :- 18/08/2021
• আবেদন ফি :- উপরিউক্ত পদের জন্য আবেদন ফি বাবদ 1000 টাকা লাগবে।SC,ST,PWD অন্তর্ভুক্ত প্রার্থীদের জন্য আবেদন ফি বাবদ 200 টাকা লাগবে।
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে নিচে থাকা অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (Official website) – WWW.IDBIBank.in
এখানে সরাসরি আবেদন করুন- Apply