ব্যাঙ্কে চাকরী

IDBI ব্যাঙ্কে লোক নিয়োগ, চাকরীর জন্য আবেদন করুন

IDBI ব্যাঙ্ক বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট ২৩ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –

 

পোস্টের নাম :- BMO বা ব্যাঙ্ক মেডিক্যাল অফিসার

এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ২৩ টি

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :- যে কোনও MCI স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে MD বা MBBS পাশ করতে হবে। MBBS ডিগ্রির ক্ষেত্রে General Practioner হিসেবে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

বয়সসীমা:- ৬৫ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

আবেদন প্রক্রিয়া :- আবেদনের জন্য প্রার্থীদের নিচে দেওয়া ঠিকানাতে আবেদন পত্র পাঠাতে হবে
ঠিকানা- General Manager, IDBI Bank, 21st Floor, IDBI Bank Tower, Cuffe Parade, Colaba, Mumbai-400005

অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- https://www.idbibank.in/
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf

You may also like

ব্যাঙ্কে চাকরী

স্টেট ব্যাঙ্কে ৫০০৮ জন কে নিয়োগ করা হবে, তারাতারি চাকরীর জন্য আবেদন করুন

কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসোসিয়েটস পদে ছেলেমেয়ে নিচ্ছে । আগ্রহী প্রার্থীদের ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

ব্যাঙ্কে চাকরী

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে চাকরী , আবেদনের শেষ তারিখ 26 অগাস্ট

চিফ রিস্ক অফিসার পদে নিয়োগ করছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো ...
ব্যাঙ্কে চাকরী

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে চাকরীর জন্য আবেদন করুন

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) চ্যানেল ম্যানেজার ফ্যাসিলিটেটর , চ্যানেল ম্যানেজার সুপারভাইজার ও সাপোর্ট অফিসার ...