
IBPS Exam Dates 2021: কবে হবে PO, Clerk, SO-সহ অন্যান্য পরীক্ষার জেনে নিন দিনক্ষণ।
http://Govtjob99.com :-এই চলতি জুন মাসেই প্রকাশিত হতে পারে আই বি পি এস পরীক্ষার দিনক্ষণ IBPS এর RRB, Clerk এবং SO-র নোটিফিকেশন। যদিও গত ৩ ফেব্রুয়ারি চলতি বছরেই পরীক্ষার সম্ভাবন্য দিনক্ষণ প্রকাশ করে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন।IBPS RRB এবং IBPS Clerk -এর প্রিলিমিনারি পরীক্ষা আগামী আগস্ট মাসেই হওয়ার কথা ছিল। এছাড়া PO এবং SO-র প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা ও যথাক্রমে অক্টোবর ও ডিসেম্বর মাসে হওয়ার কথা ছিল।
যদিও করোনা পরিস্থিতির উপরেই গোটা দেশে পুরো পরীক্ষার দিন কার পুরোটা নির্ভরশীল রয়েছে। করোনা বিধি-নিষেধ জারি থাকলে সেক্ষেত্রে পরীক্ষা আরো পিছিয়ে দেওয়া হতে পারে বলে জানায় আইবিপিএস এর উচ্চপদস্থ কর্মকর্তারা।
পার্থী নিয়োগের পদ্ধতি সম্পূর্ণ অনলাইন পরীক্ষার মাধ্যমে হবে। দুটি স্তর- প্রিলিমিনারি ও মেইন। এর পাশাপাশি স্থানীয় ভাষার উপরেও দক্ষতার পরীক্ষা হবে।
প্রিলিমিনারিতে ১ ঘণ্টা সময়ে তিনটি ক্ষেত্র থেকে মূলত প্রশ্ন করা হয়। ইংরেজি, অঙ্ক ও রিজনিং। পরীক্ষার মান ক্রমেই কঠিনতর হচ্ছে বলে জানান অনেক পরীক্ষার্থী। সেই সঙ্গে কম সময়ে বেছে বেছে বেশি উত্তর করার দক্ষতাও প্রয়োজন।
ক্লার্কের তুলনায় PO স্তরের পরীক্ষার মান-ও অনেকটাই বেশি। সেই অনুযায়ী দুটি পরীক্ষারই প্রস্তুতি নিতে হবে শি। পরীক্ষার্থীদের।