
আজকালকার দিনে ইন্টারনেটের দুনিয়ায় কোটি কোটি ওয়েবসাইট রয়েছে। তার মধ্যে একটি হল হোয়াটস্যাপ। আট থেকে আশি সকলেই প্রায় এই অ্যাপটির সাথে পরিচিত।কিন্তু এই অ্যাপটির মাধ্যমে ও যে মোটা টাকা ইনকাম করা যায় তা অনেকেই জানেন না। আজকালকার দিনে ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম সম্বন্ধে কে না জানে কিন্তু হোয়াটসঅ্যাপে ব্যাপারে অনেকেই জানেন না।
চলুন কিভাবে হোয়াটসঅ্যাপ থেকেও মোটা টাকা ইনকাম করা যায় তার পদ্ধতি নিচে বিস্তারিত দেওয়া হল –
এখনকার সময়ে দাঁড়িয়ে ইন্টারনেট ছাড়া কিছু ভাবা প্রায় অসম্ভব ব্যাপার। আর এই ইন্টারনেট জুড়ে রয়েছে কোটি কোটি ওয়েবসাইট। এইসব ওয়েবসাইটের কনটেন্ট শেয়ারের মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। ইনকামের জন্য রয়েছে ওয়েবসাইটের URL ছোট করার সার্ভিস। Shorte. St– এর মতো ওয়েবসাইট থেকেও URLছোট করে হোয়াটসঅ্যাপে শেয়ার করলে , সেই সকল লিঙ্ক- এ যত লাইক পড়বে এবং ক্লিক হবে সেই হিসেবে আপনি টাকা রোজগার করতে পারবেন।
তাই ইন্টারনেটে কোন রকম আকর্ষনীয় কিছু দেখলে সেই URL ছোট করে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে শেয়ার করে টাকা ইনকাম করতে পারেন।
কী ভাবে করবেন জেনে নিন –
• প্রথমে Shorte. St- ওয়েবসাইট লগ ইন করুন ।
• ইমেইল বা ফেসবুকের মাধ্যমে লগ ইন করুন।
যে URL শেয়ার করবেন সেটি কপি করে ওয়েবসাইটের পেস্ট করে SHORTEN URL সিলেক্ট করুন।
• এবার ছোট হওয়ায় URL টি সিলেক্ট করুন।
• এরপর সেই URL হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপ এবং কন্টাক্ট এ শেয়ার করুন।
• যত বেশি মানুষ সেই লিঙ্কে ক্লিক করবে আপনিও ততো বেশি টাকা ইনকাম করতে পারবেন।