Uncategorized

হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেডে লোক নিয়োগ , চাকরীর জন্য আবেদন করুন

Hooghly Cochin Shipyard Limited (HCSL) বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি নাম্বার হল -HCSL/PROJ/HR/01/20-21 Vol-I (B), Dated: 08 January 2021 ।
আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট ১০ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –

 

১. পোস্টের নাম :- JUNIOR TECHNICAL ASSISTANT

এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০২
Mechanical – ১ টি
Electrical – ২ টি

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :- Pass in three year Diploma in Mechanical/ Electrical Engineering from a State Board of Technical Education securing minimum of 60% of mark
Experience: Minimum 4 yrs in relevant works.
Desirable: Proficiency in Computer Applications like AutoCAD, SAP, MS Office etc.

বয়সসীমা:- ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ২৩৫০০ টাকা থেকে ৭৭০০০ টাকা

 

২. পোস্টের নাম :- STORE KEEPER

এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০১

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-Graduate with Post Graduate Diploma in Materials Management
OR
Diploma in Engineering (Mechanical / Electrical)
Experience: Minimum 4yrs of experience in the relevant field.
Desirable: Proficiency in Computer Applications like SAP, MS Office etc.

বয়সসীমা:- ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ২৩৫০০ টাকা থেকে ৭৭০০০ টাকা

 

৩. পোস্টের নাম :- OPERATOR

এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০৪

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :- Class 10 pass and ITI in relevant trade.
Experience: 05 years of experience in relevant field.

বয়সসীমা:- ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ২২৫০০ টাকা থেকে ৭৩৭৫০ টাকা প্রতি মাসে

 

৪. পোস্টের নাম :- WELDER CUM FITTER

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :- Class 10 pass and ITI in relevant trade,

Experience: 05 years of experience in relevant field.

বয়সসীমা:- ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ২২৫০০ টাকা থেকে ৭৩৭৫০ টাকা

আবেদন ফি :- ৪০০ টাকা আবেদন ফি লাগবে।
ওবিএস- / ইডাব্লুএস-/এসসি- / এসটি- / পিডাব্লুডি- প্রার্থীদের ক্ষেত্রে কোনও আবেদন ফী লাগবে না।
ডেবিট / ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং বা অন্য যে কোনও বিকল্প উপলব্ধ ব্যবহার করে অনলাইন মোডের মাধ্যমে ফি প্রদান করা যেতে পারে । বিস্তারিত জানুন বিজ্ঞপ্তি থেকে।

 

আবেদন প্রক্রিয়া :- আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে নির্দেশিকা অনুসারে অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
মনে রাখবেন আবেদনটি যেন ত্রুটি মুক্ত হয়, যে কোনও ধরণের ত্রুটির ক্ষেত্রে আবেদনটি বাতিল হতে পারে।
সরাসরি আবেদনের লিঙ্ক নিচে দেওয়া আছে

 

পার্থী নিয়োগ কীভাবে হবে:- প্রার্থীদের নির্বাচন হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, কম্পিউটার টেস্ট এবং ব্যক্তিত্ব(Interview) পরীক্ষার মাধ্যমে করা হবে।

 

গুরুত্বপূর্ন তারিখগুলো(Important Dates-)
আবেদন শুরু -১২/০১/২০২১
আবেদন শেষ – ০২/০২/২০২১

 

অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- www.cochinshipyard.com
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf
এখানে সরাসরি আবেদন করুন ► Apply

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Uncategorized

ইন্টারভিউর মাধ্যমে রাজ্য স্বাস্থ্য দপ্তরে নিয়োগ এর বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ

ইন্টারভিউর মাধ্যমে রাজ্য স্বাস্থ্য দপ্তরে নিয়োগ এর বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে – জানা যাচ্ছে মোট ...