PSU চাকরী

HLL লাইফকেয়ার লিমিটেডে চাকরীর জন্য আবেদন করুন, আবেদনের শেষ তারিখ- ৩০/১০/২০২১

HLL Lifecare Limited বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট ৪৩ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –

 

পোস্টের নাম :- HINDI TRANSLATOR
JUNIOR ACCOUNTS OFFICER
BUSINESS DEVELOPMENT EXECUTIVE
AREA SALES MANAGER
ASSISTANT REGIONAL MANAGER
DEPUTY REGIONAL MANAGER
MARKETING EXECUTIVE/ BUSINESS DEVELOPMENT EXECUTIVE/ SERVICE EXECUTIVE
SENIOR TECHNICAL OFFICER
TECHNICAL OFFICER
JUNIOR TECHNICAL OFFICER

 

এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ৪৩ টি

 

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :- Graduate/ Post Graduate/ Engineering Degree. See detailed notification
আরও বিস্তারিত জানতে নিচে দেওয়া PDF ফাইল ডাউনলোড করুন

বয়সসীমা:-৩৭ বছরের মধ্যে বয়স হতে হবে । ০১/১০/২০২১ সাল ধরে
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

আবেদন প্রক্রিয়া :- যে সব পার্থী আবেদন করতে চান তাঁরা আবেদন প্ত্র নিচে থেকে ডাউনলোড করুন । ডাউনলোড করা হলে নিচে দেওয়া ঠিকানাতে পাঠিয়ে
দিন ।
ঠিকানা- DGM (HR & ADMIN), HLL Lifecare Limited, on or before 30/10/2021

 

গুরুত্বপূর্ন তারিখগুলো(Important Dates-)
আবেদন পাঠানোর শেষ তারিখ -৩০/১০/২০২১

 

অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- http://www.lifecarehll.com
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf
এখানে সরাসরি আবেদন করুন ► Apply

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *