কেন্দ্রীয় Govt চাকরী

হিন্দুস্তান উর্বর ও রসায়ন লিমিটেডে চাকরী

Hindustan Urvarak and Rasayan Limited (HURL) এর তরফ থেকে বেশকিছু শূন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নং – NE/1/2021
যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –

 

১/পদের নাম :- জুনিয়ার ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট (JUNIOR ENGINEER ASSISTANT)

২/ পদের নাম :- ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট (ENGINEER ASSISTANT)

৩/ পদের নাম :- জুনিয়ার স্টোর অ্যাসিস্ট্যান্ট (JUNIOR STORE ASSISTANT)

৪/ পদের নাম :- জুনিয়ার একাউন্ট অ্যাসিস্ট্যান্ট (JUNIOR ACCOUNT ASSISTANT)

৫/ পদের নাম :- জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট (JUNIOR LAB ASSISTANT)

৬/ পদের নাম :- ল্যাব অ্যাসিস্ট্যান্ট (LAB ASSISTANT)

৭/ পদের নাম :- জুনিয়ার কোয়ালিটি অ্যাসিস্ট্যান্ট (JUNIOR QUALITY ASSISTANT)

৮/ পদের নাম :- কোয়ালিটি অ্যাসিস্ট্যান্ট (QUALITY ASSISTANT)

 

• শূন্য পদের সংখ্যা :- 504 টি।

 

• বেতন :- (25000 — 50000/-) প্রতিমাসে ।

 

• শিক্ষাগত যোগ্যতা :- Degree/ Engineering Degree

 

• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী ব্যক্তিরা অনলাইনে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে।

 

• আবেদনের তারিখ :- 03/08/2021 – 16/08/2021

 

• আবেদন ফি :- আবেদন ফি বাবদ 300 টাকা লাগবে।

 

• নিয়োগ পদ্ধতি :- অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।

 

চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে নিচে থাকা অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (Official website) – https://hurl.net.in
অবশ্য PDFডাউনলোড করুন- PDF
এখানে সরাসরি আবেদন করুন- Apply

You may also like

কেন্দ্রীয় Govt চাকরী

এবার বিশ্বভারতী মাধ্যমিক পাসে চাকরীর সুযোগ, তাড়াতাড়ি আবেদন করে ফেলুন

  Visva-Bharati বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত ...
কেন্দ্রীয় Govt চাকরী

স্টাফ সিলেকশনে কমিশনে গ্রুপ ‘বি’ এবং গ্রুপ ‘সি’ পদে চাকরীর জন্য আবেদন করুন

Staff Selection Commission বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *