
রাজ্যে হিন্দুস্তান কপার লিমিটেডের এর পক্ষ থেকে মোট ২১ টি শূন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধীয় বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
১/ পদের নাম :- ইলেকট্রিশিয়ান গ্রেড (Electrician Grade)
• শূন্য পদের সংখ্যা :- ২০ টি।
• বেতন :- (১৮,১৮০/-) প্রতি মাসে
২/পদের নাম :- ইলেকট্রিশিয়ান লাইন ম্যান গ্রেড।(Electrician line man Grade)
• শূন্য পদের সংখ্যা :- ১ টি।
• বেতন :- (১৮,১৮০/-) প্রতি মাসে
• শিক্ষাগত যোগ্যতা :- উভয় পদের ক্ষেত্রে NCVT অনুমোদিত যে কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইলেকট্রিশিয়ান ট্রেড ITI পাস করতে হবে। সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
• বয়স সীমা :- ০১/০৬/২০২১ এর সময় অনুসারে প্রার্থীকে 35 বছর বয়স হতে হবে ।
* আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা সরাসরি অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে।
• আবেদনের শেষ তারিখ :- ১৫/০৭/২০২১ বিকেল ৫ টা পর্যন্ত।
অফিশিয়াল ওয়েবসাইট (official website)-https://www.hindustancopper.com/
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply