Top খবর

Higher Secondary Exam 2022:টোকাটুকি রুখতে স্কুলগুলিকে সতর্কবার্তা পর্ষদের

আজ থেকে শুরু উচ্চ-মাধ্যমিক। চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে বেলা ১.১৫। করোনা সংক্রমণের কারণে গত দু’বছর রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ-মাধ্যমিক পরীক্ষা হয়নি। এবার উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীরা তাঁদের নিজেদের স্কুলে বসেই পরীক্ষা দেবে। প্রায় ৮ লক্ষের বেশি পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে। শিক্ষক এবং পড়ুয়া মহলে বেশ তৎপরতা রয়েছে। স্কুলগুলিকেও সেই রকম ভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এদিকে, সুষ্ঠভাবে পরীক্ষা যাতে পরিচালনা করা হয় সেই বিষয়ে একাধিক সিদ্ধান্ত নিয়েছে উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ। টোকাটুকির খবর এলে বাতিল হতে পারে স্কুলের অনুমোদন।সতর্ক বাণী সংসদের। শিক্ষা দফতরের এক আধিকারিক বলেন, “যে কোনও বিদ্যালয়ের, যে কোনও মাস্টার মশাইয়ের নৈতিক দায়িত্ববোধ রয়েছে। সেক্ষেত্রে গণ-টোকাটুকিকে কোনও শিক্ষক যদি অনুমতি দেন আমার মনে হয় মাস্টার-মশাই নিজেই ছাত্রদের কাছে নিজেকে সস্তা করে দেবেন।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *