
উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশিত হবে? কিভাবে নিজের মোবাইলে উচ্চ মাধ্যমিক রেজাল্ট চেক করবেন ? এই নিয়ে ইতিমধ্যে অনেকের মনে অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে।যেহেতু বেশ কয়েকদিন আগেই ঘোষণা করা হয়েছিল এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছে ,তাই পরীক্ষার নম্বর কিভাবে দেওয়া হবে এই নিয়ে অনেকের মনে বিতর্ক সৃষ্টি হয়েছে।
তবে আজকের পোষ্টে এর সকল প্রশ্নের উত্তর পাবেন। চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক –
2021 উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে বেরোবে ?
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা পরিষদের সভাপতি শ্রীমতি মহুয়া দাস জানিয়েছেন যে, পরিস্থিতির সব ঠিকঠাক হলে চলতি বছরের জুলাইয়ের শেষ সপ্তাহে প্রকাশিত হতে চলেছে 2021 উচ্চ মাধ্যমিক রেজাল্ট।
এদিন 18 ই জুন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা পরিষদের সভাপতি শ্রীমতি মহুয়া দাস কি পদ্ধতিতে উচ্চমাধ্যমিকের মূল্যায়ন করা হবে তা সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। ঘোষণা অনুযায়ী চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে, ছাত্র-ছাত্রীদের মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পাওয়ার চারটি বিষয় এর 40% এবং একাদশ শ্রেণিতে পাওয়া প্রতিটি বিষয়ে থিওরিতে পাওয়া 60% নম্বর অনুযায়ী। সাবাসি দ্বাদশ শ্রেণীর প্রজেক্ট / প্র্যাকটিক্যাল এর ওপর পাওয়ার নম্বর সংযোজন করে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত করা হবে।
• উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিভাবে দেখবেন ?
১/ মোবাইল ব্রাউজার এ গিয়ে সার্চ করতে হবে -www.wbresult.nic.in
২/ নতুন পেজে ” West Bengal council of higher secondary education examination – 2021″ – এ ক্লিক করতে হবে।
৩/ তারপর ” enter your roll and no” এর বক্সে গিয়ে রোল ও নম্বর বসাতে হবে। এবং ” enter your registration no “- এর বক্সে রেজিস্ট্রেশন নম্বর বসাতে হবে।
৪/ তারপর সরাসরি “submit” বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলে রেজাল্ট দেখা যাবে।