
রাজ্যের ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। শিক্ষক নিয়োগ করা হবে এক বছরের চুক্তির ভিত্তিতে।
বীরভূম জেলার অন্তর্গত এক লব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল বিভিন্ন বিষয়ের ওপর শিক্ষক নিয়োগ করা হবে।
পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –
পোস্টের নাম :- গেস্ট টিচার
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০৭ টি
বিষয়- জীবন বিজ্ঞান, ভূগোল, রসায়নবিদ্যা , সাঁওতালি , বাংলা , ইংরেজি ও ইতিহাস
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয় থেকে স্নাতকোত্তর
বি.এড পাস অবশ্যই করে থাকতে হবে। তাছাড়া যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত অন্ততপক্ষে
দু’বছরের পড়াশোনা অভিজ্ঞতা থাকতে হবে
বেতন- ১২০০০ টাকা প্রতি মাসে
বয়সসীমা:-৪০ বছরের মধ্যে বয়স হতে হবে । ০১/০৯/২০২১ সাল ধরে
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
আবেদন প্রক্রিয়া :- অনলাইনে আবেদন করতে পারবেন ।
গুরুত্বপূর্ন তারিখগুলো(Important Dates-)
আবেদন শেষ – ০৮/১১/২০২১
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )-www.birbhum.gov.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf