
গ্রুপ – ডি তে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক পার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ।
যোগ্য ও আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য গুলি নিচে দেওয়া হল : –
১.পোস্টের নাম : – কাউন্সিলর।
• শূন্য পদের সংখ্যা : – 1 টি
• বেতন : – (১৯২৫০/-) প্রতি মাসে
• শিক্ষাগত যোগ্যতা : – যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাইকলজি, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল সাইন্স এর স্নাতকোত্তর।শিশুকল্যাণ দপ্তরের অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
• বয়স সীমা :- 24 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
2.পোস্টের নাম : – চাইল্ড ওয়েলফেয়ার অফিসার/কেস ওয়ার্কার/প্রবেশন অফিসার।
• শূন্য পদের সংখ্যা : – 1 টি ।
• বেতন : – – (১৯২৫/০ /-) প্রতি মাসে ।
• শিক্ষাগত যোগ্যতা : – যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাইকলজি, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল সাইন্স এর স্নাতকোত্তর। চাইল্ড ওয়েলফেয়ার, চাইল্ড ডেভেলপমেন্ট, চাইল্ড কাউন্সেলিং, এবং শিশুমনুষ্যত্ব নিয়ে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা।
• বয়স সীমা :- 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
৩.পোস্টের নাম : – ম্যানেজার/ কো-অর্ডিনেটর।
• শূন্য পদের সংখ্যা : – 1টি ।
• বেতন : – – (১৯২৫০ /-) প্রতি মাসে ।
• শিক্ষাগত যোগ্যতা : – সাইকোলজির ,সোশ্যাল ওয়ার্কের স্নাতক। যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কম্পিউটার ডিপ্লোমা,চাইল্ড ওয়েলফেয়ার এবং কাউন্সিলের কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা।
• বয়স সীমা :- 23 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
৪.পোস্টের নাম : – সোশ্যাল ওয়ার্কার কাম আর্লি চাইল্ডহুড এডুকেটেড।
• শূন্য পদের সংখ্যা : – 1 টি
• বেতন : – (১৫,৪০০ /-) প্রতি মাসে।
• শিক্ষাগত যোগ্যতা : – যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজি ও সোশ্যাল ওয়ার্ক এ স্নাতক।সাথে ইংরেজি ভাষায় দক্ষতা এবং কম্পিউটার বেসিক সম্বন্ধে জ্ঞান। সোশ্যাল ওয়ার্কার কাম অন লিরিকস চাইল্ড এডুকেশন কমপক্ষে এক বছর কাজের অভিজ্ঞতা।
• বয়স সীমা :- 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
৫.পোস্টের নাম : – আয়া।
• শূন্য পদের সংখ্যা :- 6 টি ।
• বেতন : – (১২০০০ /-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা: – সংশ্লিষ্ট ট্রেন্ড ইঞ্জিনিয়ারিং পাশ।
• বয়স সীমা :- 23 থেকে 50 বছরের মধ্যে হতে হবে।
৬.পোস্টের নাম : – নার্স।
• শূন্য পদের সংখ্যা : – 1 টি
• বেতন : – (১২০০০/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা : – মাধ্যমিক পাস, নার্সিং ডিপ্লোমা,এবং সমগোত্রীয় বিপাকে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
•বয়স সীমা :- 23 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
৭.পোস্টের নাম : – চৌকিদার।
• শূন্য পদের সংখ্যা : -1 টি ।
• বেতন : – (১২০০০/-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা : – অষ্টম শ্রেণী পাস।
• বয়স সীমা :- 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
• চৌকিদার পদের জন্য পুরুষ পার্থীরায় কেবল আবেদনযোগ্য।
• আবেদনের শেষ তারিখ :- ১৬.০৭.২০২১
• আবেদনের পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইন নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। এবং আবেদনপত্রটি পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
• আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা : – district social welfare officer, officer of the district magistrate, social welfare section , sub station, building , near hawker , market, purba Bardhaman -713102
ইমেল এর মাধ্যমে আবেদন করতে পারবেন- email id-rrecruitmentsw@gmail.com
• আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি হল :-
• একটি পাসপোর্ট সাইজ কালার ছবি।
• আধার কার্ড ,রেশন কার্ড, একটি করে সেল্ফ অ্যাটেস্টেড করা কপি।
• বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।
• আয়া পদের ক্ষেত্রে মাধ্যমিকের এডমিট ও মার্কশিট।
• সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য কাস্ট সার্টিফিকেট এর জেরক্স কপি।
• চৌকিদারি পদের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস সার্টিফিকেট
• চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) –https://purbabardhaman.nic.in/
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
avijitmondal5597@gmail.com
ranamali218@gmail.com