
রাজ্যে কলেজে গ্রুপ সি পদে সম্পূর্ণ চুক্তিভিত্তিক প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে ।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
১/ পদের নাম :- ডাটা এন্ট্রি অপারেটর (গ্রুপ – সি)
• শিক্ষাগত যোগ্যতা :- যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্তত মাধ্যমিক পাস। এবং যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ও সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন (CCA) কোর্স এর সার্টিফিকেট থাকতে হবে।
২/ পদের নাম :- ল্যাব এটেনডেন্ট
• শিক্ষাগত যোগ্যতা :- যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অন্তত মাধ্যমিক পাস। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারবে।
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা সরাসরি অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে।
• নিয়োগ পদ্ধতি :- প্রার্থীদের কোনরকম লিখিত পরীক্ষা ছাড়া সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।
• ইন্টারভিউর তারিখ :- ১৫/০৬/২০২১ সকাল ১১ টা থেকে।
• ইন্টারভিউ স্থানের ঠিকানা :- নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ।
• ইন্টারভিউতে প্রয়োজনীয় ডকুমেন্টস :-
• বয়সের প্রমাণপত্র।
• মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এবং স্নাতক এর মার্কশিট।
• কম্পিউটার কোর্সের সার্টিফিকেট এবং কলেজ অভিজ্ঞতার সার্টিফিকেট।
• সেল্ফ অ্যাটেস্টেড করার পাসপোর্ট সাইজ ফটো।
• সমস্ত ডকুমেন্টস এর উপর সেলফ অ্যাটেস্টেড করতে হবে।
অফিশিয়াল ওয়েবসাইট(Official website)- https://www.wbhealth.gov.in/
অবশ্য PDFডাউনলোড করুন- PDF