
রাজ্যের 10 হাজার শূন্যপদে মাধ্যমিক ও অষ্টম শ্রেণী পাশে গ্রুপ – সি ও গ্রুপ – ডি পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
করনা ভাইরাসের জন্য গোটা ভারত জুড়ে প্রায় দু’বছর ধরে নিয়োগ পদ্ধতি বন্ধ রয়েছে। যার কারণে হতাশগ্রস্ত হয়েছে একাধিক চাকরিপ্রার্থী। তবে এবার চাকরিপ্রার্থীদের বিরাট বড় সুখবর দিল রাজ্য সরকার।রাজ্যের 10 হাজার শূন্যপদে মাধ্যমিক ও অষ্টম শ্রেণী পাশে গ্রুপ – সি ও গ্রুপ – ডি পদে লাইবেরিয়ার কর্মী নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন।
ইতিমধ্যে সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, রাজ্যের প্রতিটি সরকারি স্কুলের একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে।
শেষবার গত 2016 সালে যে সমস্ত সরকারি স্কুলগুলিতে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে এবং 2013 সালে শেষবারের মতো রাজ্যের স্কুলগুলিতে লাইবেরিয়ার পদে প্রার্থী নিয়োগ করা হয়েছিল। তবে এবার দীর্ঘ পাঁচ বছর পর রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলিতে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে এবং দীর্ঘ সাত বছর পর রাজ্যের স্কুলগুলিতে লাইব্রেরিয়ান পদে পার্থীর নিয়োগের এক বিরাট বড় ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন।
ইতিমধ্যেই রাজ্যের স্কুলগুলিতে শূন্য পদের তালিকা চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশনের সেক্রেটারি। আগামী 25 শে জুন 2021 এর মধ্যে জনপদ গুলির তালিকা পাঠাতে নির্দেশ দেয়া হয়েছে রিজয়েন গুলিকে। সবথেকে বড় সুখবর হচ্ছে এবছর বিরাট বড় আকারে প্রার্থী নিয়োগ করা হয়েছে এবং নিয়োগের সংখ্যা প্রায় 10 হাজার।
স্কুল সার্ভিস কমিশন একথাও জানিয়েছে যে মাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় গ্রুপ সি এবং অষ্টম শ্রেণী পাশে গ্রুপ ডি পদে আবেদন করা যাবে। এবং লাইব্রেরিয়ান পদে আবেদন করার জন্য লাইব্রেরি সায়েন্সে গ্রাজুয়েট পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে।
bharatmandi512@gamil.com
I am a graduate.. I need a job urgently.. please help 🙏
Surojitmalick51547@gmail.com
nurhasan41197@gmail.com
soumengoswami48565@gmail.com CV all me 9832875738
Soaluk hooghly pursurah 712410
Plz help
Plz help job