ব্যাঙ্কে চাকরী

গ্রামীণ ব্যাংকে ক্লার্ক পদে লোক নিয়োগ

গ্রামীণ ব্যাংকে ক্লার্ক পদে মোট 10368 শূন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –

 

১/ পদের নাম :- অফিস অ্যাসিস্ট্যান্ট (মাল্টিপারপাস) ।
• শিক্ষাগত যোগ্যতা :- যে কোন শাখায় স্নাতক হতে হবে। আঞ্চলিক ভাষায় দক্ষ হতে হবে। কম্পিউটারের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
• বয়স সীমা :- 18 থেকে 28 বছর বয়স হতে হবে।

 

২/ পদের নাম :- অফিসার স্কেল I (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার)।
• শিক্ষাগত যোগ্যতা :- যে কোন শাখায় স্নাতক হতে হবে। এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি ,এনিমেল হাজবেন্ড্রী, ভেটেনারি সায়েন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, এগ্রিকালচার মার্কেটিং, এন্ড কো- অপারেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট ,ল, কোন মিক্স অ্যান্ড একাউন্টান্সি সেই গুলিতে ডিগ্রী থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
• বয়স সীমা :- 18 থেকে 30 বছর বয়স হতে হবে।

 

৩/ পদের নাম :- অফিসার স্কেল II (জেনারেল ব্যাঙ্কিং অফিসার)।
• শিক্ষাগত যোগ্যতা :- কমপক্ষে 50 শতাংশ নম্বর সহ যে কোন বিষয়ে স্নাতক হতে হবে। ব্যাংকিং, ফাইন্যান্স ,মার্কেটিং, এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি ,এনিমেল হাজবেন্ড্রী, ভেটেনারি সায়েন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, এগ্রিকালচার মার্কেটিং, এন্ড কো- অপারেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট ,ল, কোন মিক্স অ্যান্ড একাউন্টান্সি সেই গুলিতে ডিগ্রী পা ডিপ্লোমা সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। যে কোন ব্যাংক অথবা ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন অফিসার পথে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
• বয়স সীমা :- 21 থেকে 32 বছর বয়স হতে হবে।

 

 

৪/ পদের নাম :- অফিসার স্কেল II (স্পেশালিস্ট অফিসার)/ম্যানেজার ।
• শিক্ষাগত যোগ্যতা :- ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বিষয়গুলিতে 50 শতাংশ নম্বর সহ স্নাতক হতে হবে। অথবা চার্টার্ড একাউন্টেন্ট এ সার্টিফাইড অ্যাসোসিয়েট হতে হবে। তোমার ল বিষয়ে 50 শতাংশ নম্বর সহ স্নাতক হতে হবে। অথবা চাটার্ট অ্যাকাউন্ট / এমবিএ ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট শাখায় কমপক্ষে এক থেকে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
• বয়স সীমা :- 21 থেকে 32 বছর বয়স হতে হবে।

 

৫/ • পদের নাম :- অফিসার স্কেল III (সিনিওর ম্যানেজার)।
• শিক্ষাগত যোগ্যতা :- কমপক্ষে 50 শতাংশ নম্বর সহ যে কোন বিষয়ে স্নাতক হতে হবে। ব্যাংকিং, ফাইন্যান্স ,মার্কেটিং, এগ্রিকালচার, হর্টিকালচার, ফরেস্ট্রি ,এনিমেল হাজবেন্ড্রী, ভেটেনারি সায়েন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, এগ্রিকালচার মার্কেটিং, এন্ড কো- অপারেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট ,ল, কোন মিক্স অ্যান্ড একাউন্টান্সি সেই গুলিতে ডিগ্রী পা ডিপ্লোমা সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। যে কোন ব্যাংক অথবা ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন অফিসার পথে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
• বয়স সীমা :- বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।01/06/2021 এর সময় অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবে ।

 

• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে।

 

• আবেদনের শেষ তারিখ :- 28/06/2021

 

• আবেদন ফি :- জেনারেল /ওবিসি/ ই ডব্লিউ এস প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ 850 টাকা লাগবে। SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ 175 টাকা লাগবে।

 

• নিয়োগ পদ্ধতি :- যোগ্য প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা এবং মেন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। প্রতিটি পদের পরীক্ষার সিলেবাস হবে আলাদা। প্রিলিমিনারি পরীক্ষা হবে ইংরেজি ভাষায় এবং মেন পরীক্ষা হবে স্থানীয় ভাষায়। অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা ভাষায়।প্রিলিমিনারি পরীক্ষার এডমিট কার্ড এ বছরই জুলাই অথবা আগস্ট মাসের প্রকাশ করা হবে, এবং প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল এ বছরই সেপ্টেম্বর মাসে প্রকাশ করা হবে।

 

• পরীক্ষার কেন্দ্র :- পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে প্রিলিমিনারি পরীক্ষা ও মেন পরীক্ষার কেন্দ্র থাকবে।
প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্র :- আসানসোল ,বর্ধমান, বহরমপুর, হুগলি, কল্যানী ,কলকাতা এবং শিলিগুড়ি।
মেন পরীক্ষার কেন্দ্র :- কলকাতা ও শিলিগুড়ি।

 

 অফিশিয়াল ওয়েবসাইট (official website)- https://www.ibps.in/crp-rrb-x/
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply

You may also like

ব্যাঙ্কে চাকরী

স্টেট ব্যাঙ্কে ৫০০৮ জন কে নিয়োগ করা হবে, তারাতারি চাকরীর জন্য আবেদন করুন

কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জুনিয়র অ্যাসোসিয়েটস পদে ছেলেমেয়ে নিচ্ছে । আগ্রহী প্রার্থীদের ...

2 Comments

  1. Hi

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

ব্যাঙ্কে চাকরী

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে চাকরী , আবেদনের শেষ তারিখ 26 অগাস্ট

চিফ রিস্ক অফিসার পদে নিয়োগ করছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো ...
ব্যাঙ্কে চাকরী

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে চাকরীর জন্য আবেদন করুন

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) চ্যানেল ম্যানেজার ফ্যাসিলিটেটর , চ্যানেল ম্যানেজার সুপারভাইজার ও সাপোর্ট অফিসার ...