
হরিপাল ডেভলপমেন্ট ব্লক অফিসের আলিপুর গ্রাম পঞ্চায়েত গ্রাম রোজগার সহায়ক পদে প্রার্থীর নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
• পদের নাম :- গ্রাম রোজগার সহায়ক।
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (12,000/-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- অন্ততপক্ষে 55 শতাংশ নম্বর সহ গণিত ও পদার্থ বিজ্ঞান বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। যে কোন স্বীকৃত প্রতিষঠান থেকে অন্ততপক্ষে 6 মাসের কম্পিউটার কোর্স করা থাকতে হবে।
• বয়স সীমা :- 01/07/2021 এর হিসেব অনুযায়ী প্রার্থীর বয়স 18 থেকে 40 এর মধ্যে হতে হবে ।
• আবেদন পদ্ধতি :– আবেদন পদ্ধতি সম্পূর্ণ অফলাইন মাধ্যমে হবে।ফরমটি পূরণ করে সঙ্গে জরুরি ডকুমেন্ট সহ ফরমটি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
• আবেদনের শেষ তারিখ :- 04/08/2021 বিকেল 5 টা পর্যন্ত।
• আবেদনের ক্ষেত্রে জরুরি ডকুমেন্টস গুলি :-
বর্তমান পাসপোর্ট কালার ফটো, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, কম্পিউটার কোর্সের সার্টিফিকেট, এলাকার বাসিন্দা সার্টিফিকেট , এবং মাধ্যমিকের এডমিট কার্ড, সবগুলি ডকুমেন্টস খামটিতে ভরে আমের ওপরে ক্যাপিটাল লেটার – এ লিখতে হবে – “APPLICATION FOR THE POST OF GRAM ROJGAR SAHAYAK AT ALIPUR KASHIPUR GRAM PANCHAYAT. ”
• আবেদনপত্র পাঠানোর ঠিকানা :- programme officer & Block Development Officer, haripal development block, P. O – khamarchandi , P. S – haripal , District – Hoogly , PIN – 712405 .
• নিয়োগ পদ্ধতি :- যোগ্য প্রার্থীদের উচ্চমাধ্যমিকের রেজাল্টের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
Name.Srimanta Dolai vill.Majurdima p.o.kanalole p.s.Anandapur Dit. Paschim Medinipur pin. 721122
Hi Ami-Rintu pal
govtjob99.com
vil-doula
po-purba nowa para
ps-dhantala
DIS-NADIA
PI-741501