পশ্চিমবঙ্গের চাকরী

গ্রাম রোজগার সহায়ক পদে প্রার্থী নিয়োগ, আবেদনের শেষ তারিখ-০৪/০৮/২০২১

হরিপাল ডেভলপমেন্ট ব্লক অফিসের আলিপুর গ্রাম পঞ্চায়েত গ্রাম রোজগার সহায়ক পদে প্রার্থীর নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –

 

• পদের নাম :- গ্রাম রোজগার সহায়ক।

 

• শূন্য পদের সংখ্যা :- 1 টি।

 

• বেতন :- (12,000/-) প্রতিমাসে।

 

শিক্ষাগত যোগ্যতা :- অন্ততপক্ষে 55 শতাংশ নম্বর সহ গণিত ও পদার্থ বিজ্ঞান বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। যে কোন স্বীকৃত প্রতিষঠান থেকে অন্ততপক্ষে 6 মাসের কম্পিউটার কোর্স করা থাকতে হবে।

 

• বয়স সীমা :- 01/07/2021 এর হিসেব অনুযায়ী প্রার্থীর বয়স 18 থেকে 40 এর মধ্যে হতে হবে ।

 

• আবেদন পদ্ধতি :– আবেদন পদ্ধতি সম্পূর্ণ অফলাইন মাধ্যমে হবে।ফরমটি পূরণ করে সঙ্গে জরুরি ডকুমেন্ট সহ ফরমটি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

 

• আবেদনের শেষ তারিখ :- 04/08/2021 বিকেল 5 টা পর্যন্ত।

 

• আবেদনের ক্ষেত্রে জরুরি ডকুমেন্টস গুলি :-
বর্তমান পাসপোর্ট কালার ফটো, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, কম্পিউটার কোর্সের সার্টিফিকেট, এলাকার বাসিন্দা সার্টিফিকেট , এবং মাধ্যমিকের এডমিট কার্ড, সবগুলি ডকুমেন্টস খামটিতে ভরে আমের ওপরে ক্যাপিটাল লেটার – এ লিখতে হবে – “APPLICATION FOR THE POST OF GRAM ROJGAR SAHAYAK AT ALIPUR KASHIPUR GRAM PANCHAYAT. ”

 

• আবেদনপত্র পাঠানোর ঠিকানা :- programme officer & Block Development Officer, haripal development block, P. O – khamarchandi , P. S – haripal , District – Hoogly , PIN – 712405 .

 

• নিয়োগ পদ্ধতি :- যোগ্য প্রার্থীদের উচ্চমাধ্যমিকের রেজাল্টের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।

 

অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf

You may also like

পশ্চিমবঙ্গের চাকরী

ডেটা এন্ট্রি পদে চাকরী, বেতন প্রতি মাসে ২০ হাজার টাকা

কলকাতা ইউনিভার্সিটি তে ডেটা এন্ট্রি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত ...
পশ্চিমবঙ্গের চাকরী

রাজ্য সরকারের অধীনে পঞ্চায়েতে আশা কর্মী নিয়োগ, মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন

  রাজ্য সরকারের অধীনে স্বাস্থ্য মিশনের আওতাই চুক্তি ভিত্তিক লোক নিয়োগ করা হবে । বনগাঁ ...
পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে লোক নিয়োগ, চাকরীর জন্য আবেদন করুন

West Bengal Public Service Commission (PSCWB)বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।আগ্রহী ...

4 Comments

  1. Name.Srimanta Dolai vill.Majurdima p.o.kanalole p.s.Anandapur Dit. Paschim Medinipur pin. 721122

  2. Hi Ami-Rintu pal

  3. vil-doula
    po-purba nowa para
    ps-dhantala
    DIS-NADIA
    PI-741501

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগে ৬ হাজারের বেশি শূন্য পদে নিয়োগ, চাকরীর জন্য আবেদন করুন

West Bengal Health Recruitment Board বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ...
পশ্চিমবঙ্গের চাকরী

কলকাতা পুরনিগমের চাকরি, ১২৭টি শূন্যদের জন্য আবেদন করুন

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ‘অনারারি হেলথ ওয়ার্কার’ পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে প্রার্থীরা ...
পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে আশা কর্মী নিয়োগ

  আশা নির্বাচন কমিটি, রায়গঞ্জ মহকুমা, উত্তর দিনাজপুর – রায়গঞ্জ সাব-ডিভিশন, উত্তর দিনাজপুরের অধীনে সংশ্লিষ্ট ...