
সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে গ্রুপ – ডি পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । বাঁকুড়া জেলার বিষ্ণুপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ হবে ।যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো যাচ্ছে। আরও বিস্তারিত জানতে নিচে দেওয়া PDF ফাইল ডাউনলোড করুন । PDF ফাইলে আবেদন করবার ফ্রম দেওয়া আছে ।
যোগ্যতা বয়স বেতন সংক্রান্ত সমস্ত তথ্য নিচে দেওয়া হল।
১/ পদের নাম :- কুক।
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (4000/-) প্রতি মাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- উচ্চ মাধ্যমিক পাস এবং স্থানীয় ভাষায় দক্ষতা ।
• বয়স সীমা :- 20 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।
২/ পদের নাম :- এটেনডেন্ট ।
• শূন্য পদের সংখ্যা :- 2 টি
• বেতন :- (5000/-) প্রতি মাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- উচ্চ মাধ্যমিক পাস এবং স্থানীয় ভাষায় দক্ষতা ।
• বয়স সীমা :- 20 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।
৩/ পদের নাম :- নিউট্রিশনিস্ট।
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (25000/-) প্রতি মাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- খাদ্য এবং পুষ্টি বিষয়ে B.SC/ M.SC এবং কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে।
•বয়স সীমা :- 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।
আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এবং সেইসাথে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং কম্পিউটারের দক্ষতা যাচাইয়ের মাধ্যমে পাত্রী নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ :- 03/01/2022 – 04/01/2022
• উপরিউক্ত পদগুলির জন্য কেবলমাত্র মহিলা প্রার্থীর আবেদন করতে পারবে।এবং চাকরি স্থল থেকে বাড়ির দূরত্ব 5 কিমির মধ্যে হতে হবে।
বয়স সীমা ,যোগ্যতা ওচাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) –
অফিশিয়াল ওয়েবসাইট (official website) –https://bankura.gov.in/
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf