
Kolkata Municipal Corporation (KMC) এর তরফ থেকে বেশকিছু শূন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।বিজ্ঞপ্তি নং – KMC/NULM/01/2021-2022।যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
• পদের নাম :- কমিউনিটি অর্গানাইজার।(COMMUNITY ORGANISER)
• শূন্য পদের সংখ্যা :- 32 টি।
• বেতন :- (10000/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- 10+2 in any discipline. 3-5 years of experience in working with community on social development. And Proficiency in Microsoft Office (Word, Excel, Powerpoint) is preferable.
• বয়স সীমা :- 01.04.2021 এর সময় অনুযায়ী প্রার্থীর বয়স 18 থেকে 40 এর মধ্যে হতে হবে।
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী ব্যক্তিরা আবেদনপত্র ও নিজেদের সমস্ত জরুরি ডকুমেন্টস সহ একটি খামে ভরে সেটিকে একটি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
• আবেদনের শেষ তারিখ :- 17/08/2021
• আবেদনের ঠিকানা :- Department of Social Welfare & Urban Poverty Alleviation, 1, Hogg Street, Top Floor, Kolkata-700087
• নিয়োগ পদ্ধতি :- যোগ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website)- https://www.kmcgov.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড – pdf