
কেন্দ্রীয় সরকারের শ্রম মন্ত্রকের অধীনে এমপ্লয়িজ স্টেট ইনসিয়োরেন্স কর্পোরেশন লিমিটেড বা ইএসআই’য়ে আগামী ৩ মাসের মধ্যে প্রায় ১০ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে। এমনটাই জানালো কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফে শ্রমমন্ত্রী সন্তোষকুমার গঙ্গওয়ার।
ইএসআই’য়ে নন-মেডিক্যাল স্টাফ পদে দীর্ঘ দিন ধরেই প্রায় ৯ হাজার শূন্যপদ খালি পরে আছে। পাশাপাশি এবছর অবসরের কারণে আরও বেশ কয়েকটি শূন্যপদ তৈরি হবে। তাই শ্রমমন্ত্রী জানিয়েছেন, দ্রুত সেই সমস্ত পদ পূরণ করা হবে।
দেশে কোভিড পরিস্থিতির মোকাবিলা করতে বর্তমানে চিকিৎসক সহ একাধিক স্বাস্থ্যকর্মীর দরকার হয়েছে। তাই ১০ হাজার শূন্যপদে নিয়োগ করার কথা ঘোষণা করা হল।