
NTPC Limited এর পক্ষ থেকে মোট 208 টি শুন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
১/ পদের নাম :- ইলেকট্রিক্যাল (Electrical)
• শূন্য পদের সংখ্যা :- 98 টি।
• বেতন :- (40000 — 140000/-) প্রতি মাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- Full time Bachelor’s degree in Engineering for Technology/ AMIE with not less than 65% marks (55% for SC/ST, PwD candidates). Final year student are also eligible to apply
• বয়স সীমা :- 10/06/2021 এ সময় অনুযায়ী 27 বছর বয়স হতে হবে।
২/ পদের নাম :- মেচানিক্যাল (Mechanical)
• শূন্য পদের সংখ্যা :- 126 টি।
• বেতন :- (40000 — 140000/-) প্রতি মাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- Full time Bachelor’s degree in Engineering for Technology/ AMIE with not less than 65% marks (55% for SC/ST, PwD candidates). Final year student are also eligible to apply
• বয়স সীমা :- 10/06/2021 এ সময় অনুযায়ী 27 বছর বয়স হতে হবে।
৩/পদের নাম :- ইলেকট্রনিক/ ইন্সট্রুমেন্টস (Electronics/ Instrumentation)
• শূন্য পদের সংখ্যা :- 56 টি।
• বেতন :- (40000 — 140000/-) প্রতি মাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- Full time Bachelor’s degree in Engineering for Technology/ AMIE with not less than 65% marks (55% for SC/ST, PwD candidates). Final year student are also eligible to apply
• বয়স সীমা :- 10/06/2021 এ সময় অনুযায়ী 27 বছর বয়স হতে হবে।
• সংরক্ষিত আসনের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে।
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে।
• আবেদনের তারিখ :- 21/05/2021 থেকে 10/06/2021
• নিয়োগ পদ্ধতি :- পরীক্ষামূলক এবং সামনাসামনি ইন্টারভিউ পদ্ধতির মাধ্যমে পাত্রী নিয়োগ করা হবে।
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে নিচে থাকা অফিশিয়াল ওয়েবসাইট(Official website) – https://www.ntpccareers.net/
অবশ্য PDFডাউনলোড করুন- PDF
এখানে সরাসরি আবেদন করুন- Apply