
Electronics Corporation of India Limited (ECIL Jobs) এর পক্ষ থেকে মোট 6 টি শূন্যস্থানে প্রার্থীর নিয়োগে এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধীয় বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
• পদের নাম :- টিচনিক্যাল অফিসার (TECHNICAL OFFICER)
• শূন্য পদের সংখ্যা :- 6 টি।
• বেতন :- (23000 – 25000/-) প্রতি মাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- A First class Engineering Degree in Computer Science / Electronics and Communication with minimum 60% marks in aggregate from any recognized Institution/University with minimum one year post qualification experience in the field of embedded firmware development, design and development of frontend applications and expertise in C,C++,IBM BPM tools.
• বয়স সীমা :-30/04/2021 এ সময় অনুযায়ী কমপক্ষে 30 বছর বয়স হতে হবে।
• সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবে।
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা সরাসরি নিজেদের জরুরি ডকুমেন্ট সহ ইন্টারভিউর মাধ্যমে আবেদন করতে পারবে।
• আবেদনের তারিখ ও সময় :- 07/06/2021 সকাল 9 AM থেকে 11 AM
• ইন্টারভিউর ঠিকানা :- For New Delhi and Amritsar: ECIL Zonal Office, D-15, DDA Local Shopping Complex, A-Block Ring Road, Naraina, New Delhi-110028
AND
• for Kolkata: ECIL Zonal Office, 4th Floor, Appejay House, 15, Park Street, Kolkata-700016 (West Bengal)
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট (official website) – http://www.ecil.co.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply