রেলে চাকরী

হাওড়া, লিলুয়া, শিয়ালদহ-সহ পূর্ব রেলে প্রায় ৩০০০ পদে নিয়োগ

ইস্টার্ন রেলওয়েতে নিয়োগের সুযোগ। শিক্ষানবিশ পদে আবেদনের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা rrcer.com-এ RRCER-এর অফিসিয়াল সাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট ২,৯৭২ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –

 

 

পোস্টের নাম :- শিক্ষানবিশ

 

এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ২,৯৭২

 

শূন্যপদের বিবরণ- হাওড়া বিভাগ: ৬৫৯টি পদ

লিলুয়া বিভাগ:- ৬১২টি পদ

শিয়ালদহ বিভাগ:- ২৯৭টি পদ

কাঁচরাপাড়া বিভাগ:- ১৮৭টি পদ

মালদহ বিভাগ:- ১৩৮টি পদ

আসানসোল বিভাগ:- ৪১২টি পদ

জামালপুর বিভাগ: – ৬৬৭টি পদ

 

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি বা সমতুল্য পরীক্ষায় ন্যূনতম ৫০% নম্বর-সহ পাশ করতে হবে। তার পাশাপাশি NCVT/SCVT-র তালিকাভুক্ত ন্যাশানাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা:- ১৫ থেকে ২৮ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

 

আবেদন ফি :– ১০০ টাকা আবেদন ফি লাগবে।
ওবিএস- / ইডাব্লুএস-/এসসি- / এসটি- / পিডাব্লুডি- প্রার্থীদের ক্ষেত্রে কোনও আবেদন ফী লাগবে না।
ডেবিট / ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং বা অন্য যে কোনও বিকল্প উপলব্ধ ব্যবহার করে অনলাইন মোডের মাধ্যমে ফি প্রদান করা যেতে পারে । বিস্তারিত জানুন বিজ্ঞপ্তি থেকে।

 

আবেদন প্রক্রিয়া :- আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে নির্দেশিকা অনুসারে অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
মনে রাখবেন আবেদনটি যেন ত্রুটি মুক্ত হয়, যে কোনও ধরণের ত্রুটির ক্ষেত্রে আবেদনটি বাতিল হতে পারে।
সরাসরি আবেদনের লিঙ্ক নিচে দেওয়া আছে

 

গুরুত্বপূর্ন তারিখগুলো(Important Dates-)
আবেদন শুরু -রেজিস্ট্রেশন আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে। আগামী ১০ মে পর্যন্ত আবেদন করা যাবে।

অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- rrcer.com

 

You may also like

রেলে চাকরী

দেড় হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ করছে দক্ষিণ-পূর্ব রেল।

দেড় হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ করছে দক্ষিণ-পূর্ব রেল।আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *