
ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি নাম্বার হল -DH&F\4IS/JGM/2021/667 । আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে।
অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে,যা পরবর্তীতে প্রার্থীর সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে বাড়ানো যেতে পারে।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –
পোস্টের নাম :- মেডিক্যাল টেকনোলজিস্ট (ক্রিটিক্যাল কেয়ার)
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করলেই আবেদন করা যাবে। তবে উচ্চ মাধ্যমিকে বিষয় তালিকায় থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। এ ছাড়া ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে ২ বছরের ডিপ্লোমা বা ব্যাচেলর ডিগ্রি থাকা প্রয়োজন।
বয়সসীমা:- বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ২০ হাজার টাকা
বয়সসীমা:- ২০২১ সালের ১ জানুয়ারি অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৩৯ বছরের মধ্যে।
আবেদন প্রক্রিয়া :- যোগ্য ও আগ্রহী প্রার্থীদের ইন্টারভিউর জন্য সশরীরে হাজির হতে হবে। ঝাড়গ্রামের রঘুনাথপুরে CMOH তথা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সচিবের দফতরে ইন্টারভিউ হবে। ওই দিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। ইন্টারভিউ শুরু হবে ঠিক ঠিক সকাল ১১টায়। ইন্টারভিউর দিন প্রার্থীদের সমস্ত অরিজিনাল নথি সঙ্গে আনতে হবে।
পার্থী নিয়োগ কীভাবে হবে:- যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। ওয়াক ইন ইন্টারভিউ এবং যোগ্যতার নথি যাচাইয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
গুরুত্বপূর্ন তারিখগুলো(Important Dates-)
আবেদন শেষ – ২৮ জানুয়ারি, ২০২১
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- https://www.wbhealth.gov.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf