
District Health & Family Welfare Samiti, CMOH, Hooghlyবেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট ১০ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –
১. পোস্টের নাম :- CO-ORDINATOR
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০৫ টি
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :- Post Graduation Diploma/ Degree in Health Care Management/ Hospital Administration And proficiency in computer/ MS Office.
অভিজ্ঞতা: সরকারি/বেসরকারি সংগঠনের সাথে কাজ করার কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়সসীমা:-২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
২.পোস্টের নাম :- DATA ENTRY OPERATOR
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০৫ টি
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-Graduate and have completed at least 1-year Diploma/ Certificate course in Computer Application. Working knowledge of computer with MS Office suite, Internet, Email.
অভিজ্ঞতা: সরকারি চাকরিতে ন্যূনতম ৩ বছর ও প্রাইভেট সেক্টরে ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে.
বয়সসীমা:- ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
আবেদন প্রক্রিয়া :- আবেদনের জন্য নিচে দেওয়া ঠিকানাতে সরাসরি ইন্টারভিউ দেবার জন্য যোগাযোগ করুন।
ঠিকানা- Date: 27/11/2021
Venue: CMOH Office, Barabazar, Chinsurah, Hooghly- 721101
Reporting/ Registration Time: 10:30 AM to 12:30 AM.
পার্থী নিয়োগ কীভাবে হবে:- প্রার্থীদের নির্বাচন হবে কম্পিউটার টেস্ট এবং ব্যক্তিত্ব(Interview) পরীক্ষার মাধ্যমে করা হবে।
গুরুত্বপূর্ন তারিখগুলো(Important Dates-)
আবেদন শেষ – ২৭/১১/২০২১
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- https://hooghly.nic.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf