
District Health & Family Welfare Samiti Alipurduar- Molecular Biologist and Laboratory Technician পক্ষ থেকে টেম্পোরারি তিন মাসের জন্য মোট 6 টি শূন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
১/ পদের নাম :- মলিকুলার বায়োলজি (MOLECULAR BIOLOGIST)
• শূন্য পদের সংখ্যা :- 2 টি।
• বেতন :- (40,000/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- Master Degree in field and working experience
২/ পদের নাম :- ল্যাবরেটরী টেচনিশিয়ান (LABORATORY TECHNICIAN)
• শূন্য পদের সংখ্যা :- 2 টি।
• বেতন :- (17,000/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- Higher Secondary pass with Physics, Chemistry and Biology and Graduate in MLT or Diploma MLT
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা নিজেদের সমস্ত ডকুমেন্ট সহ সরাসরি ইন্টারভিউর নির্দিষ্ট স্থানে গিয়ে ইন্টারভিউ মাধ্যমে আবেদন করতে পারবে।
• ইন্টারভিউ তারিখ :- 24/06/2021
• ইন্টারভিউ স্থান :- Office of the Chief Medical Officer of Health, Alipurduar, Matrisadan Building, First Floor, New Alipurduar, WArd No.XVI, Dist Alipurduar, Pin-736121
• ইন্টারভিউর সময় :- 10 am থেকে 12 pm ।
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) – https://www.wbhealth.gov.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf