পশ্চিমবঙ্গের চাকরী

জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি পূর্ব মেদিনীপুরে লোক নিয়োগ

 

District Health & Family Welfare Samiti, Nandigram Health District, Purba Medinipur বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বিজ্ঞপ্তি নাম্বার হল – CMOH (Ndgm)/426, Dated 08/02/2021। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট ০৩ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে,যা পরবর্তীতে প্রার্থীর সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে বাড়ানো যেতে পারে।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –

 

পোস্টের নাম :– MEDICAL TECHNOLOGIST (CRITICAL CARE)

এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০৩

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-Passed Higher Secondary (10+2) Examination or its equivalent with Physics, Chemistry and Biology and a two year diploma in Critical Care Technology from State Medical Faculty, West Bengal or Bachelor Degree in Critical Care Technology from any recognized University.

বয়সসীমা:- ২১ থেকে ৩৯ বছরের মধ্যে বয়স হতে হবে । ০১/০১/২০২০ সাল ধরে
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ২০০০০ টাকা

আবেদন প্রক্রিয়া :- সরাসরি ইন্টারভিউ হবে, ইন্টারভিউ দেবার জন্য নিচে দেওয়া ঠিকানাতে যোগাযোগ করুন
ঠিকানা- CMOH & Secretary, DH&FW Samiti, Nandigram Health District, PO Nandigram, Purba Medinipur – 721631., on or before 26/02/2021

অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- www.purbamedinipur.gov.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf

You may also like

পশ্চিমবঙ্গের চাকরী

ডেটা এন্ট্রি পদে চাকরী, বেতন প্রতি মাসে ২০ হাজার টাকা

কলকাতা ইউনিভার্সিটি তে ডেটা এন্ট্রি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত ...
পশ্চিমবঙ্গের চাকরী

রাজ্য সরকারের অধীনে পঞ্চায়েতে আশা কর্মী নিয়োগ, মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন

  রাজ্য সরকারের অধীনে স্বাস্থ্য মিশনের আওতাই চুক্তি ভিত্তিক লোক নিয়োগ করা হবে । বনগাঁ ...
পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে লোক নিয়োগ, চাকরীর জন্য আবেদন করুন

West Bengal Public Service Commission (PSCWB)বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।আগ্রহী ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগে ৬ হাজারের বেশি শূন্য পদে নিয়োগ, চাকরীর জন্য আবেদন করুন

West Bengal Health Recruitment Board বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ...
পশ্চিমবঙ্গের চাকরী

কলকাতা পুরনিগমের চাকরি, ১২৭টি শূন্যদের জন্য আবেদন করুন

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ‘অনারারি হেলথ ওয়ার্কার’ পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে প্রার্থীরা ...
পশ্চিমবঙ্গের চাকরী

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে আশা কর্মী নিয়োগ

  আশা নির্বাচন কমিটি, রায়গঞ্জ মহকুমা, উত্তর দিনাজপুর – রায়গঞ্জ সাব-ডিভিশন, উত্তর দিনাজপুরের অধীনে সংশ্লিষ্ট ...