
মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে চাকরীর জন্য আবেদন করতে প্রার্থীদের আমন্ত্রণ জানিয়েছে। মোট ১৫ টি শূন্য পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।প্রার্থীরা চুক্তিবদ্ধ ভিত্তিতে নিয়োগ হবে, যা পরবর্তীতে প্রার্থীর সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে বাড়ানো যেতে পারে।আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে(Official Website)। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –
যে সব শূন্য পদে পার্থীদের নিয়োগ হবে তা হল :- (১) Medical Officer, Laboratory Technician, Lady Counsellor, Nutritionist, Cook, Attendant, Multi Tasking Staff and Lower Division Assistant
উপরে দেওয়া পদ গুলো সমন্ধে বিস্তারিত জানতে পড়ুন নিচে ↓
1. পোস্টের নাম :- MEDICAL OFFICER (For NRHM and NUHM)
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-MBBS
বয়সসীমা:- ৬৫ বছরের মধ্যে বয়স হতে হবে । সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ৪০০০০ টাকা
2. পোস্টের নাম :- LABORATORY TECHNICIAN
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০৮ টি
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-HS with Science, State Medical Faculty of W.B. 02 years Diploma in Medical Lab
বয়সসীমা:- ৪০ বছরের নিচে বয়স হতে হবে । সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ১৭২২০ টাকা
3. পোস্টের নাম :- LADY COUNSELLOR (Female)
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০১
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-i) Graduate with any one subjects namely in Sociology/ Anthropology/ Psychology/ Human Development/ Social Work.
ii) One year Diploma Computer.
iii) Must be a resident of Kandi Sub-Diviaion.
বয়সসীমা:- ২৫ বছর থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ১৩৫৬০ টাকা
4. পোস্টের নাম :- NUTRITIONIST (Female)
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০১
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-B.Sc or M.Sc in Food and Nutrition and Computer knowledge
বয়সসীমা:- ২১ বছর থেকে ৪০ ছরের মধ্যে বয়স হতে হবে । সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ২০০০০ টাকা
5. পোস্টের নাম :- COOK
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০১
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :- H.S.
ii) Residing within 5 km from Kandi SDH.
iii) Only Female candidates are eligible to apply.
বয়সসীমা:- ২০ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে । সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ৫০০০ টাকা
6. পোস্টের নাম :- ATTENDANT
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০২
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-i) H.S.
ii) Residing within 5 km from Kandi SDH.
iii) Only Female candidates are eligible to apply.
বয়সসীমা:- ২০ থেক ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে । সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ৩৫০০ টাকা
7. পোস্টের নাম :- MULTI TASKING STAFF
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০১
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-i) Bioscience Graduate (preferable)/ Graduate with Science in class XII.
ii) Valid 02 wheeler driving license.
iii) Same district candidates will be preferable
বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ১৭৭২০ টাকা
8. পোস্টের নাম :- LOWER DIVISION ASSISTANT
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০১
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-i) MP (School Final)/ HS.
ii) Retired State Govt. Employee with Medical fitness.
iii) Computer knowledge.
আবেদন প্রক্রিয়া :- আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে নির্দেশিকা অনুসারে ইমেইলের মাধ্যেমে আবেদন প্রক্রিয়াটি করতে হবে।
Email ID- hrcellmurshidabad@gmail.com
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf