Uncategorized

প্রাইমারি স্কুলের শিক্ষক হতে চাইলে আবেদন করুন ২ বছরের ডিএলএড কোর্সে

মাত্র দুই বছরের D. EL. ED কোর্সের মাধ্যমে পশ্চিমবঙ্গের সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক/ শিক্ষিকা পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।যোগ্য ও আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –

 

• পদের নাম :- প্রাইমারি শিক্ষক/ শিক্ষিকা

 

• কোর্সের নাম :- D. EL. ED (DIPLOMA IN ELEMENTARY EDUCATION)

• কোর্সের সময়সীমা :- 2 বছর।

 

• শিক্ষাগত যোগ্যতা :- রান কারী কে অন্ততপক্ষে যে কোন শাখায় 50 শতাংশ নম্বর সহ পাস হতে হবে। এক্ষেত্রে SC/ ST /OBC শ্রেণীভূক্ত প্রার্থীদের ক্ষেত্রে 45 শতাংশ নম্বর হলে তারা আবেদনের যোগ্য বলে গণ্য হবে ।

 

• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে। এবং আবেদন করার জন্য প্রার্থীর বৈদ্য মোবাইল নম্বর এবং ইমেইল আইডি থাকা আবশ্যক।

 

• আবেদনের শেষ তারিখ :- ১৪/০৮/২০২১

 

• প্রয়োজনীয় নথিপত্র :-
১/ বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।
২/ উচ্চ মাধ্যমিকের মার্কশীট।
৩/ পাসপোর্ট সাইজের ফটো।
৪/ প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে মেডিকেল বোর্ডের থেকে আনা PH সার্টিফিকেট।
৫/ সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট।
৬/ আবেদনকারীর সই স্ক্যান করে আপলোড করতে হবে।
৭/ স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট।

 

• চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) –http://www.wbbpe.org/
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

Uncategorized

ইন্টারভিউর মাধ্যমে রাজ্য স্বাস্থ্য দপ্তরে নিয়োগ এর বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ

ইন্টারভিউর মাধ্যমে রাজ্য স্বাস্থ্য দপ্তরে নিয়োগ এর বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে – জানা যাচ্ছে মোট ...