
রাজ্য সরকারি হাসপাতাল ওই মাসের চুক্তির ভিত্তিতে মোট 10 টি শূন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
• পদের নাম :- মেডিকেল টেকনোলজি (ক্রিটিক্যাল কেয়ার )
• শূন্য পদের সংখ্যা :- 10 টি।
• বেতন :- ( 17220/-) প্রতি মাসে
• শিক্ষাগত যোগ্যতা :- ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে ( DCCT) ডিপ্লোমা করা থাকতে হবে।
• আবেদন পদ্ধতি:- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আবেদন করতে পারবে।
• ইন্টারভিউর স্থান :- Diamond harbour government Medical College and hospital, Diamond harbour, south 24 pargana
• ইন্টারভিউর তারিখ :- ০৯/০৬/২০২১ সকাল ১০ টা।
অফিশিয়াল ওয়েবসাইট (official website)- https://www.wbhealth.gov.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply