
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, উত্তর ২৪ পরগনা বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট ১৯৬ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –
১. পোস্টের নাম :- PEER SUPPORT
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০১ (জেনারেল)
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :- Higher Secondary pass and must be a person preferably with or recovered from the disease (hepatitis B or hepatitis C). Should have good knowledge of local language and working knowledge of English.
বয়সসীমা:- ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ১০০০০ টাকা
২. পোস্টের নাম :- MEDICAL TECHNOLOGIST CRITICAL CARE
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০১ ( এস.টি)
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :- Higher Secondary with Physics, Chemistry and Biology plus 2 years Diploma in Critical Care Technology
বয়সসীমা:- ২১ থেকে ৩৯ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ২০০০০ টাকা
৩.পোস্টের নাম :- FULL TIME MEDICAL OFFICER
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ১৬
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :- MBBS with one year compulsory internship and must be registered under WBMC. Weightage will be given for higher qualification.
বয়সসীমা:- ৬২ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ৪০০০০ টাকা
৪.পোস্টের নাম :- STAFF NURSE
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ১৭৬ (জেনারেল-৯৮ / ওবিএস-২৯ / এসসি-৩৯ / এসটি-১১ )
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-General Nursing and Midwifery (GNM) from recognised institute and should have proficiency in local language.
বয়সসীমা:- ৬৪ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ১৭২২০ টাকা
৫.পোস্টের নাম :- GROUP- D
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০১ (জেনারেল)
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-Retired State Govt. Employees
বয়সসীমা:- ৬২ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।
আবেদন ফি :- ১০০ টাকা আবেদন ফি লাগবে।
ওবিএস- / ইডাব্লুএস-/এসসি- / এসটি- / পিডাব্লুডি- প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা আবেদন ফি লাগবে ।
ডেবিট / ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং বা অন্য যে কোনও বিকল্প উপলব্ধ ব্যবহার করে অনলাইন মোডের মাধ্যমে ফি প্রদান করা যেতে পারে । বিস্তারিত জানুন বিজ্ঞপ্তি থেকে।
আবেদন প্রক্রিয়া :- যারা আবেদন করতে চান তারা তাদের আবেদন পত্র নিচে দেওয়া ঠিকানাতে পাঠিয়ে দিন –
ঠিকানা – Office of the Chief Medical Officer of Health, Benamalipore, Barasat District Hospital Campus, North 24 Parganas, Pin 700124, on or before 22/12/2020
পার্থী নিয়োগ কীভাবে হবে:- প্রার্থীদের নির্বাচন হবে ব্যক্তিত্ব(Interview) পরীক্ষার মাধ্যমে করা হবে।
গুরুত্বপূর্ন তারিখগুলো(Important Dates-)
আবেদন শেষ – ২২/১২/২০২০
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )-www.north24parganas.gov.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf