
Delhi Subordinate Services Selection Board (DSSSB) 7232 টি শূন্যস্থানে শিক্ষক, ক্লার্ক ,সহ বিভিন্ন পদের প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে ।
বয়স সীমা, বেতর, শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন পদ রয়েছে সমস্ত বিস্তারিত তথ্য জানতে নিচে দেখুন ।
১/ পদের নাম :- ট্রেইন্ড গ্রাজুয়েট টিচার (TGT)
বিষয় ভিত্তিক শূন্য পদের সংখ্যা :-
• হিন্দি -( মহিলা ) : 573 টি। (পুরুষ): 578 টি।
• ন্যাচারাল সাইন্স – (মহিলা): 862 টি। ( পুরুষ) : 1082 টি
• গণিত – (মহিলা) : 1219 টি । ( পুরুষ) : 1028 টি।
• সোশ্যাল সাইন্স – (মহিলা) : 681 টি (পুরুষ) : 488 টি।
• বাংলা – (পুরুষ) : 1 টি।
বেতন :- ( 9300 – 34800/-) প্রতিমাসে। এবং সঙ্গে গ্রেট পে 4600 টাকা।
শিক্ষাগত যোগ্যতা :- হিন্দি /বাংলা : যে বিষয়ে জন্য আবেদন করবেন সেই বিষয়ে অন্তত 45 শতাংশ নম্বর সহ গ্রাজুয়েট পাস।
ন্যাচারাল সায়েন্স /সোশ্যাল সায়েন্স /গণিত : কমপক্ষে 45 শতাংশ নম্বর সহ ন্যাচারাল সায়েন্স , ও সোশ্যাল সাইন্স এর যে কোন শাখায় স্নাতক হতে হবে।
বয়স সীমা :- বয়স 32 নীচে হতে হবে, এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।
২/ পদের নাম :- অ্যাসিস্ট্যান্ট টিচার (Assistant Teacher) প্রাইমারি।
শূন্য পদের সংখ্যা :- 453 + 125 টি।
বেতন :- ( 9300 – 34800/-) প্রতিমাসে। এবং সঙ্গে গ্রেট পে 4600 টাকা।
শিক্ষাগত যোগ্যতা :- কমপক্ষে 50 শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস। প্রাইমারি এডুকেশনে 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে। অথবা ETE / JBT/ DIET/ B.EL.ED এর কোর্স সার্টিফিকেট থাকতে হবে ।কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স সীমা :- বয়স 30 বছরের নিচে হতে হবে ।সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।
৩/ পদের নাম :- অ্যাসিস্ট্যান্ট টিচার – নার্সারি । (Assistant Teacher -nursery)
শূন্য পদের সংখ্যা :- 82 টি।
বেতন :- ( 9300 – 34800/-) প্রতিমাসে। এবং সঙ্গে গ্রেট পে 4600 টাকা।
শিক্ষাগত যোগ্যতা :- কমপক্ষে 50 শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস। নার্সারি এডুকেশনে কমপক্ষে দুই বছরের ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। উচ্চ মাধ্যমিক স্তরে হিন্দি বিষয় হিসেবে থাকতে হবে।
বয়স সীমা :- বয়স 30 বছরের নিচে হতে হবে ।সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।
৪/ পদের নাম :- জুনিয়া সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট (Junior Secretarial Assistant ).
শূন্য পদের সংখ্যা :- 342 টি।
বেতন :- (5,200 – 20,200/-) প্রতিমাসে। এবং সঙ্গে গ্রেট পে- 1,900 /- টাকা।
শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটারে ইংরেজিতে মিনিটে 35 টি অথবা হিন্দিতে 30 টি শব্দ তোলার গতি থাকতে হবে ।
বয়স সীমা :- 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী 5 বছরের ছাড় পাবেন।
৫/ পদের নাম :- কাউন্সিলর (Counselor)
শূন্য পদের সংখ্যা :- 52 টি।
বেতন :- ( 9300 – 34800/-) প্রতিমাসে। এবং সঙ্গে গ্রেট পে 4600 টাকা।
শিক্ষাগত যোগ্যতা :- সাইকোলজি বা অ্যাপ্লাইড সাইকোলজিতে স্নাতক হতে হবে। কাউন্সেলিং সাইকোলজি তে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাধ্যমিক স্তরে হিন্দি বিষয় হিসেবে থাকতে হবে।
ক্লিনিক্যাল সাইকোলজি তে M.Phil ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স সীমা :- বয়স 30 বছরের নিচে হতে হবে ।সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।
৬/ পদের নাম :- হেড ক্লার্ক (Hate Clarke)
শূন্য পদের সংখ্যা :- 13 টি।
বেতন :- ( 9300 – 34800/-) প্রতিমাসে। এবং সঙ্গে গ্রেট পে 4600 টাকা।
শিক্ষাগত যোগ্যতা :- স্নাতক হতে হবে, এবং কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে।
বয়স সীমা :- বয়স 30 বছরের নিচে হতে হবে ।সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।
৭/ পদের নাম :- পাটওয়ারী (Patwari)
শূন্য পদের সংখ্যা :- 10 টি।
বেতন :- (5,200 – 20,200/-) প্রতিমাসে। এবং সঙ্গে গ্রেট পে- 1,900 /- টাকা।
শিক্ষাগত যোগ্যতা :- স্নাতক হতে হবে, এবং কম্পিউটার এবং হিন্দি/ উর্দু ভাষা সম্বন্ধে জ্ঞান থাকতে হবে।
বয়স সীমা :- বয়স 21 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি :- প্রার্থীদের অনলাইন এর মাধ্যমে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
আবেদনের তারিখ :- 25 মে 2021 থেকে 24 জুন 2021তারিখ পর্যন্ত।
আবেদন ফি :- জেনারেল ও OBC প্রার্থীদের জন্য 100 টাকা।ST/ SC/ EWS/ PWD/ Es.SM এবং মহিলাদের কোন আবেদন ফি লাগবে না।
নিয়োগ পদ্ধতি :- টিমিলাই পরীক্ষা মেইন টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে পাত্রী নিয়োগ করা হবে।
পরীক্ষার সিলেবাস ওচাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট (official website) দেখুন
অফিশিয়াল ওয়েবসাইট (official website)-https://dsssb.delhi.gov.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply