
কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীর ব্যক্তিগত সচিবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। পিপি মাধবনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিস।উত্তমনগর থানায় এফআইআর দায়ের।
অভিযোগকারিনীর দাবি, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণ করেছেন সোনিয়া গান্ধীর ব্যক্তিগত সচিব পিপি মাধবন। সূত্রের খবর, মহিলাটি দলিত।
তাঁর স্বামী দিল্লির কংগ্রেস অফিসে কাজ করত। কিন্তু ২০২০ সালে তাঁর মৃত্যু হয়। অভিযোগ, এরপর মহিলাকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর
ব্যক্তিগত সচিব পিপি মাধবন। সেই প্রতিশ্রুতি দিয়েই তাঁকে ধর্ষণ করা হয়।