কেন্দ্রীয় Govt চাকরী

DRDO তে চাকরীর জন্য লোক নিয়োগ করা হবে

DRDO DLJ পক্ষ থেকে ৪৭ টি ITI Apprentices পদে নিয়োগ নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –

• পদের নাম : – The Defence Research and Development Organisation (DRDO)।
(এটি একটি সংস্থা যা সেনাবাহিনীর বিষন্ন ও বিকাশের জন্য স্থাপন করা হয়)।

মোট শূন্যপদ সংখ্যা :- 47 টি।

পদ গুলি হল যথাক্রমে :- Mechanic, Mechanic Diesel, Carpenter, Plumber, Welder, Information Communication Technology System Maintenance (ICTSM), Turner, Machinist, Fitter, Electrician, Computer Operator and Programming Assistant (COPA), Stenographer & Secretarial Assistant (English), Stenographer & Secretarial Assistant (Hindi), Computer Hardware & Network Maintenance
বেতন : – ( 7000 /-) প্রতি মাসে।

শিক্ষাগত যোগ্যতা : – প্রার্থীদের স্বীকৃত কোনও ITI কলেজ থেকে উত্তীর্ণ হতে হবে।

বয়স সীমা : – আলোচ্য বিজ্ঞপ্তিতে বয়স সীমা কথা উল্লেখ করা হয়নি।

আবেদন পদ্ধতি : – যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নির্দেশ জরুরী ডকুমেন্টস সহ নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে।

আবেদন ফি :- এই বিজ্ঞপ্তির জন্য কোনরকম আবেদন ফি লাগবে না।

আবেদনের শেষ তারিখ : – 6 th জুন ।

অফিশিয়াল ওয়েবসাইট : –https://www.drdo.gov.in

অবশ্য PDFডাউনলোড করুন- PDF
এখানে সরাসরি আবেদন করুন- Apply

You may also like

কেন্দ্রীয় Govt চাকরী

এবার বিশ্বভারতী মাধ্যমিক পাসে চাকরীর সুযোগ, তাড়াতাড়ি আবেদন করে ফেলুন

  Visva-Bharati বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত ...
কেন্দ্রীয় Govt চাকরী

স্টাফ সিলেকশনে কমিশনে গ্রুপ ‘বি’ এবং গ্রুপ ‘সি’ পদে চাকরীর জন্য আবেদন করুন

Staff Selection Commission বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের ...

2 Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *