
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, মেদিনীপুর মেডিকেল কলেজে গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট ০১ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে,যা পরবর্তীতে প্রার্থীর সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে বাড়ানো যেতে পারে।
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –
পোস্টের নাম :- DATA ENTRY OPERATOR
এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ০১ টি
আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-Madhyamik pass and advance Diploma in computer application/ DATA management.
Experience: At least 6 months work experience in Govt. Institution.
প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ১৩০০০ টাকা
আবেদন ফি :- কোন আবেদন ফি লাগবে না
আবেদন প্রক্রিয়া :- যারা আবেদন করতে চান তারা সরাসরি ইন্টারভিউ দেবার জন্য নিচে দেওয়া ঠিকানা তে যোগাযোগ করতে পারেন
ঠিকানা- Office of the Principal, Medinipore Medical College, Paschim Medinipur – 721101
তারিখ- ১৩/০১/২০২১
সময়- বেলা ১২ টাই
পার্থী নিয়োগ কীভাবে হবে:- প্রার্থীদের নির্বাচন হবে ব্যক্তিত্ব(Interview) পরীক্ষার মাধ্যমে করা হবে।
গুরুত্বপূর্ন তারিখগুলো(Important Dates-)
ইন্টারভিউ দেবার তারিখ- ১৩/০১/২০২১
অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- https://www.wbhealth.gov.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf