
রাজ্য দপ্তরে মোট 28 টি শুন্য পদে ইঞ্জিনিয়ার নিয়োগ এর বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
• বিজ্ঞপ্তি নং – 01/2021যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
১/ পদের নাম :- প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট।
• পদের কোড :- p – 4201*
• শূন্য পদের সংখ্যা :- 3 টি।
• বেতন :- (20000/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- পদার্থবিদ্যাতে স্নাতক/ মেকানিক্যালে তিন বছরের ডিপ্লোমা/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং।
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 50 বছরের মধ্যে হতে হবে।
২/ পদের নাম :- প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট।।
• পদের কোড :- p – 4202*
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (35,000/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে রিসার্চ সম্বন্ধীয় দু বছরের অভিজ্ঞতা সহ BE/ ইলেকট্রনিক্স এ B. Tech /ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন , ইলেকট্রনিক্স এন্ড ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং করে থাকতে হবে।
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 35 বছরের মধ্যে হতে হবে।
৩/পদের নাম :- প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট।।
• পদের কোড :- p – 4203*
• শূন্য পদের সংখ্যা :- 2 টি।
• বেতন :- (35,000/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে রিসার্চ সম্বন্ধীয় দু বছরের অভিজ্ঞতা সহ BE/ ইলেকট্রনিক্স এ B. Tech /ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন , ইলেকট্রনিক্স এন্ড ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং করে থাকতে হবে।
GATE/ NET পাশ করতে হবে। অথবা ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল এবং রিসার্চ সম্বন্ধীয় দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ B.Tech/ B.E কোয়ালিফিকেশন থাকতে হবে।
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 35 বছরের মধ্যে হতে হবে।
৪/ পদের নাম :- প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট
• পদের কোড :- p – 4204*
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (20,000/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে।
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 35 বছরের মধ্যে হতে হবে।
৫/ পদের নাম :- প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ।
• পদের কোড :- p – 4205*
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (31,000/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকেGATE/ NET পাশ করতে হবে। অথবা ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল এবং রিসার্চ সম্বন্ধীয় দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ B.Tech/ B.E কোয়ালিফিকেশন থাকতে হবে।
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 35 বছরের মধ্যে হতে হবে।
৬/ পদের নাম :- প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ।
• পদের কোড :- p – 4206*
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (31,000/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকেGATE/ NET পাশ করতে হবে। অথবা ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল এবং রিসার্চ সম্বন্ধীয় দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ B.Tech/ B.E কোয়ালিফিকেশন থাকতে হবে।
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 35 বছরের মধ্যে হতে হবে।
৭/ পদের নাম :- প্রজেক্ট JRF
• পদের কোড :- p – 4207*
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (31,000/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- B.Tech/ B.E/ M.E/মেকানিক্যাল/ M. Tech / ইলেকট্রিক্যাল/মেকাট্রনিক্স/ ইলেকট্রনিক্স/ ইন্সট্রুমেন্টসন/ কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অথবা M. sc/ রেডিও ফিজিক্স এ M .Tech,GATE/ NET পাশ করতে হবে।
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 28 বছরের মধ্যে হতে হবে।
৮/ পদের নাম :- প্রজেক্ট JRF
• পদের কোড :- p – 4208*
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (31,000/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- কম্পিউটার সায়েন্সেB.E/ B.Tech/ইঞ্জিনিয়ারিং / ITI/ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্সেM. sc/ রেডিও ফিজিক্স এ M .Tech,GATE/ NET পাশ করতে হবে।
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 28 বছরের মধ্যে হতে হবে।
৯/ পদের নাম :- প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ।
• পদের কোড :- p – 4209*
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (31,000/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :-কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যালB.E/ B.Tech/ইলেকট্রনিক্স /মেকানিক্স/ ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং GATE/ NET পাশ করতে হবে।
১০/পদের নাম :- প্রজেক্ট JRF
• পদের কোড :- p – 4210*
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (31,000/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- কম্পিউটার সায়েন্সেB.E/ B.Tech/ইঞ্জিনিয়ারিং / ITI/ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্সেM. sc/ রেডিও ফিজিক্স এ M .Tech,GATE/ NET পাশ করতে হবে।
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 28 বছরের মধ্যে হতে হবে।
১১/ পদের নাম :- প্রজেক্ট SRF অথবা প্রজেক্ট অ্যাসোসিয়েট ।
• পদের কোড :- p – 4211*
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (31,000/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- প্রজেক্ট SRF এর ক্ষেত্রে যে কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রিচার্জ সম্বন্ধে অভিজ্ঞতা চাহু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংB.Tech/ B.E/ M.E/মেকানিক্যাল/ M. Tech / ইলেকট্রিক্যাল/মেকাট্রনিক্স/ ইলেকট্রনিক্স/ ইন্সট্রুমেন্টসন/ কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অথবা M. sc/ রেডিও ফিজিক্স সঙ্গে ইলেকট্রনিক্স স্পেশালাইজেশন।
প্রজেক্ট অ্যাসোসিয়েট । এর ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ B.E/ B.Tech/ইঞ্জিনিয়ারিং / ITI/ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্সেM. sc/ রেডিও ফিজিক্স এ M .Tech,GATE/ NET পাশ করতে হবে।
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 32 বছরের মধ্যে হতে হবে।
১২/ পদের নাম :- প্রজেক্ট JRF
• পদের কোড :- p – 4212*
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (31,000/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রসায়নবিদ্যা তে স্নাতকোত্তর/ এনভারনমেন্টাল সায়েন্স/ম্যাটেরিয়াল সায়েন্স/ জীব বিদ্যা অথবা কেমিক্যাল B.E / B. Tech/ M.E/ M. Tech/বায়োটেকনোলজি এনভারনমেন্টাল এ ইঞ্জিনিয়ারিং ।
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 28 বছরের মধ্যে হতে হবে।
১৩/পদের নাম :- প্রজেক্ট অ্যাসোসিয়েট ।
• পদের কোড :- p – 4213*
• শূন্য পদের সংখ্যা :- 2 টি।
• বেতন :- (31,000/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রসায়নবিদ্যা তে স্নাতকোত্তর /পদার্থবিদ্যা / পলিমার সায়েন্স অথবা ম্যাটেরিয়াল সায়েন্স এ B. Tech/পলিমার সায়েন্স/রাবার টেকনোলজি অথবা সমতুল্য কোন ডিগ্রী।GATE/ NET পাশ করতে হবে।
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 35 বছরের মধ্যে হতে হবে।
১৪/পদের নাম :- প্রজেক্ট JRF
• পদের কোড :- p – 4214*
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (16,300/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রসায়নবিদ্যা তে স্নাতকোত্তর অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এB.E / B. Tech
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 28 বছরের মধ্যে হতে হবে।
১৫/পদের নাম :- CSIR – UGC JRF (NET)
• পদের কোড :- p – 4215*
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (31,000/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- জেনারেলদের ক্ষেত্রে কমপক্ষে 55 শতাংশ নম্বর সহ অংকের স্নাতকোত্তর এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য কমপক্ষে 50 শতাংশ নম্বর সহ অংকে স্নাতকোত্তর হতে হবে।
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 28 বছরের মধ্যে হতে হবে।
১৬/ পদের নাম :- প্রজেক্ট JRF
• পদের কোড :- p – 4216*
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (31,000/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- সেরামিক B.E / B. Tech / মেডিকেল ইঞ্জিনিয়ারিং/ একমিক্যাল ইঞ্জিনিয়ারিং/ মেকানিকাল ইঞ্জিনিয়ারিং/ মেটেরিয়াল ইঞ্জিনিয়ারিংGATE/ NET পাশ করতে হবে।
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 28 বছরের মধ্যে হতে হবে।
১৭/পদের নাম :- প্রজেক্ট JRF
• পদের কোড :- p – 4217*
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (35,000/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :-কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যালB.E/ B.Tech/ইলেকট্রনিক্স /মেকানিক্স/ ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং GATE/ NET পাশ করতে হবে।
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 28 বছরের মধ্যে হতে হবে।
১৮/ পদের নাম :- প্রজেক্ট JRF
• পদের কোড :- p – 4218*
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (35,000/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রসায়নবিদ্যা তে স্নাতকোত্তর/এনভারমেন্ট সাইন্স অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং B.E/ B. Tech।GATE/ NET পাশ করতে হবে।
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 28 বছরের মধ্যে হতে হবে।
১৯/ পদের নাম :- প্রজেক্ট SRF
• পদের কোড :- p – 4219*
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (35,000/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে রিসার্চ সম্বন্ধীয় দু বছরের অভিজ্ঞতা সহ BE/ ইলেকট্রনিক্স এ B. Tech /M.E / M. Tech/ MS ,GATE/ NET পাশ করতে হবে।
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 32 বছরের মধ্যে হতে হবে।
২০/ পদের নাম :- প্রজেক্ট অ্যাসোসিয়েট ।
• পদের কোড :- p – 4220*
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (31,000/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এ B.E/ B. Tech/মেকানিকাল ইঞ্জিনিয়ারিং/ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা রসায়নবিদ্যা তে স্নাতকোত্তর, বায়োমেট্রিক্স।
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 35 বছরের মধ্যে হতে হবে।
২১/ পদের নাম :- প্রজেক্ট অ্যাসোসিয়েট
• পদের কোড :- p – 4221*
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (20,000/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :-যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এগ্রিকালচার এ স্নাতকোত্তর অথবা মেকানিক্যালে /এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং তিন বছরের ডিপ্লোমা ।
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 50 বছরের মধ্যে হতে হবে।
২২/ পদের নাম :- UGC JRF (NET)
• পদের কোড :- p – 4222*
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (31,000/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে 55 শতাংশ নম্বর সহ পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যাতে স্নাতকোত্তর।
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 28 বছরের মধ্যে হতে হবে।
২৩/ পদের নাম :- প্রজেক্ট অ্যাসোসিয়েট ।
• পদের কোড :- p – 4223*
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (31,000/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার BE/ ইলেকট্রনিক্স এ B. Tech /M.E / M. Tech/ MS , পাওয়ার ইঞ্জিনিয়ারিং /এনার্জি ইঞ্জিনিয়ারিং ।GATE/ NET পাশ করতে হবে।
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 28 বছরের মধ্যে হতে হবে।
২৪/ পদের নাম :- প্রজেক্ট অ্যাসোসিয়েট
• পদের কোড :- p – 4224*
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (20,000/-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- ইলেকট্রনিক্স/ ইলেকট্রিকাল/ মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা।
• বয়স সীমা :- প্রার্থীর বয়স 50 বছরের মধ্যে হতে হবে।
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা যোগ্যতার সার্টিফিকেট ,মার্কশিট ,ফটোকপি, অন্যান্য ডকুমেন্ট সহ ইমেইল আইডির মাধ্যমে আবেদন করতে পারবে।
Email Id- temprct@cmeri.res.in
• আবেদনের শেষ তারিখ :- 18/06/2021
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website)-https://www.cmeri.res.in/vacancy
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply