কেন্দ্রীয় Govt চাকরী

প্রচুর শূন্য পদে কোল ইন্ডিয়া লিমিটেডে লোক নিয়োগ, আবেদনের শেষ তারিখ-৯/০৯/২০২১

Coal India Limited এর তরফ থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ শূন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তি নং – 03/2021। যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –

 

• পদের নাম ও শূন্য পদ :-
১/ মিনিং (Mining) – 253 টি।
২/ ইলেকট্রিক্যাল (Electrical) – 117 টি।
৩/ মেচানিক্যাল (Mechanical) – 134 টি।
৪/ সিভিল (Civil) – 57 টি।
৫/ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (Industrial Engineering) – 15 টি।
৬/ জিওলজি (Geology) – 12 টি।

 

• বেতন :- (50000 — 160000/-) প্রতিমাসে।

 

• শিক্ষাগত যোগ্যতা :- BE/ B.Tech/ B.Sc (Engg) in relevant branch with minimum 60% marks (55% in case of SC/ST/PwD). For Geology Branch: M.Sc. / M.Tech. in Geology or Applied Geology or Geophysics or Applied Geophysics with minimum 60% marks (55% in case of SC/ST/PwD).
Candidates who have completed their degree of minimum qualification or appeared/appearing in the final year/semester/trimester and will pass out in the academic year 2020-21 are eligible to apply

 

• বয়স সীমা :- 04/08/2021 এর হিসেব অনুযায়ী প্রার্থীর বয়স 30 বছর হতে হবে।
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।

 

• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে।

 

• আবেদনের তারিখ :- 10/08/2021 – 09/09/2021

 

• আবেদন ফি :- উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীদের আবেদন ফি বাবদ 1180 টাকা লাগবে।

 

• নিয়োগ পদ্ধতি :- যোগ্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে।

 

চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) – https://www.coalindia.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply

You may also like

কেন্দ্রীয় Govt চাকরী

এবার বিশ্বভারতী মাধ্যমিক পাসে চাকরীর সুযোগ, তাড়াতাড়ি আবেদন করে ফেলুন

  Visva-Bharati বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত ...
কেন্দ্রীয় Govt চাকরী

স্টাফ সিলেকশনে কমিশনে গ্রুপ ‘বি’ এবং গ্রুপ ‘সি’ পদে চাকরীর জন্য আবেদন করুন

Staff Selection Commission বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *