
Coal India Limited এর তরফ থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ শূন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তি নং – 03/2021। যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
• পদের নাম ও শূন্য পদ :-
১/ মিনিং (Mining) – 253 টি।
২/ ইলেকট্রিক্যাল (Electrical) – 117 টি।
৩/ মেচানিক্যাল (Mechanical) – 134 টি।
৪/ সিভিল (Civil) – 57 টি।
৫/ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (Industrial Engineering) – 15 টি।
৬/ জিওলজি (Geology) – 12 টি।
• বেতন :- (50000 — 160000/-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- BE/ B.Tech/ B.Sc (Engg) in relevant branch with minimum 60% marks (55% in case of SC/ST/PwD). For Geology Branch: M.Sc. / M.Tech. in Geology or Applied Geology or Geophysics or Applied Geophysics with minimum 60% marks (55% in case of SC/ST/PwD).
Candidates who have completed their degree of minimum qualification or appeared/appearing in the final year/semester/trimester and will pass out in the academic year 2020-21 are eligible to apply
• বয়স সীমা :- 04/08/2021 এর হিসেব অনুযায়ী প্রার্থীর বয়স 30 বছর হতে হবে।
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।
• আবেদন পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবে।
• আবেদনের তারিখ :- 10/08/2021 – 09/09/2021
• আবেদন ফি :- উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীদের আবেদন ফি বাবদ 1180 টাকা লাগবে।
• নিয়োগ পদ্ধতি :- যোগ্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে।
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) – https://www.coalindia.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply