
পশ্চিমবঙ্গ CID তে চুক্তিভিত্তিক বিভিন্ন পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
১/ পদের নাম :- কম্পিউটার এনালিস্ট ।
• শূন্য পদের সংখ্যা :- 19 টি।
• বেতন :- (20,000/-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- PGDCA / কম্পিউটার সাইন্সে স্নাতক/ BCA/DOEACC “A” লেভেলে তিনটি বছরের কোর্স, অথবা যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় থেকে এপ্লিকেশন সফটওয়্যার এবং DBMS ইম্প্লেমেন্টেশন সাপোর্ট এর স্কিল থাকতে হবে।
২/ পদের নাম :- কম্পিউটার নেটওয়ার্ক অপারেটর।
• শূন্য পদের সংখ্যা :- 2 টি।
• বেতন :- (13,000/-) প্রতিমাসে।
৩/ পদের নাম :- কম্পিউটার অপারেটর।
• শূন্য পদের সংখ্যা :- 1 টি।
• বেতন :- (13,000/-) প্রতিমাসে।
৪/ পদের নাম :- ডাটা এন্ট্রি অপারেটর।
• শূন্য পদের সংখ্যা :- 7 টি।
• বেতন :- (13,000/-) প্রতিমাসে।
• শিক্ষাগত যোগ্যতা :- উপরিউক্ত তিনটি পদের ক্ষেত্রে প্রার্থীকে কম্পিউটার অ্যাপ্লিকেশন এ স্নাতক হতে হবে, এবং সাথে সার্টিফিকেট থাকতে হবে।
• আবেদন পদ্ধতি :- পশ্চিমবঙ্গ CID র অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র খুব সহজেই ডাউনলোড করতে পারবেন এবং আবেদনপত্র ডাউনলোডের পর প্রয়োজনীয় নথিপত্রগুলো যোগ করে এবং ফরমটি পূরণ করে নির্দিষ্ট খামে ভরে মুখ বন্ধ করে যে পদের জন্য আবেদন করবেন সেই প্রার্থীর নাম উপরে লিখে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
• আবেদনের ঠিকানা :- Additional Director General of Police, CID, West Bengal
আবেদনের শেষ তারিখ :- 15/07/2021
• আবেদনের ক্ষেত্রে যে যে ডকুমেন্টগুলি লাগবে তা হল – সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট এর কপি, কাজের অভিজ্ঞতার কপি, বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের এডমিট কার্ড, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এর ডকুমেন্টস কপি দিতে হবে, উল্লেখিত নথিপত্রের সেলস এটেনডেন্ট জেরক্স কপি দিতে হবে।
• নিয়োগ পদ্ধতি :- আবেদন পত্র গুলির যাচাই করার পরে নির্দিষ্ট সংখ্যক প্রার্থীদের নাম অফিশিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে বার হবে, তারপর সংশ্লিষ্ট প্রার্থীদের পরবর্তী পদক্ষেপ জানানো হবে।
চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচে থাকা অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (Official Website) – https://cidwestbengal.gov.in/
অবশ্য PDF file ডাউনলোড করুন – PDF