রেলে চাকরী

চিত্তরঞ্জন রেলইঞ্জিন তৈরি কারখানাতে লোক নিয়োগ

Chittaranjan Locomotive Works (CLW Chittaranjan) বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি নাম্বার হল -TS/157/AITT (Part)/2021 ।আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট ৪৯২ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে ।
চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল –

 

 

পোস্টের নাম :- TRADE APPRENTICES

 

এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ৪৯২ টি
Fitter: 200
Turner: 20
Machinist: 56
Welder (G&E): 88
Electrician: 112
Ref & A.C. Mechanics: 04
Painter (G): 12

 

 

আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :-ITI pass in below mentioned relevant trades

 

বয়সসীমা:-১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে বয়স হতে হবে ।
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন ।

 

 

আবেদন প্রক্রিয়া :- আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে নির্দেশিকা অনুসারে অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।মনে রাখবেন আবেদনটি যেন ত্রুটি মুক্ত হয়, যে কোনও ধরণের ত্রুটির ক্ষেত্রে আবেদনটি বাতিল হতে পারে।
সরাসরি আবেদনের লিঙ্ক নিচে দেওয়া আছে

 

 

পার্থী নিয়োগ কীভাবে হবে:- প্রার্থীদের নির্বাচন হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, কম্পিউটার টেস্ট এবং ব্যক্তিত্ব(Interview) পরীক্ষার মাধ্যমে করা হবে।

 

 

গুরুত্বপূর্ন তারিখগুলো(Important Dates-)
আবেদন শেষ – ৩০/১০/২০২১

 

 

অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- https://clw.indianrailways.gov.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন ► Pdf
এখানে সরাসরি আবেদন করুন ► Apply

You may also like

রেলে চাকরী

হাওড়া, লিলুয়া, শিয়ালদহ-সহ পূর্ব রেলে প্রায় ৩০০০ পদে নিয়োগ

ইস্টার্ন রেলওয়েতে নিয়োগের সুযোগ। শিক্ষানবিশ পদে আবেদনের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা rrcer.com-এ ...
রেলে চাকরী

দেড় হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ করছে দক্ষিণ-পূর্ব রেল।

দেড় হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ করছে দক্ষিণ-পূর্ব রেল।আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট ...

1 Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *