
Central Industrial Security Force (CISF) এর তরফ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো যাচ্ছে।
চাকরি সম্বন্ধে আরো বিস্তারিত তথ্য নিচে উল্লেখ করা হলো –
• পোস্টের নাম :- হেড কনস্টেবল (GENERAL DUTY)।
• শূন্য পদের সংখ্যা :- 249 টি।
• বেতন :- (25500 – 81100 /-) প্রতিমাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- Class 12 passed
• বয়স সীমা :- 01.08.2021 এর হিসেব অনুযায়ী প্রার্থীর বয়স 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে।
• সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে।
• আবেদনের পদ্ধতি :- যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে গিয়ে নিজেদের আবেদনপত্র জমা দিতে হবে।
• আবেদনের শেষ তারিখ :- 31/03/2022
• আবেদন ফি :- প্রার্থীদের আবেদন ফি বাবদ 100/- টাকা লাগবে।
• উক্ত পদের জন্য শুধুমাত্র ক্রীড়াবিদরা আবেদনের যোগ্য।
• চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে নিচের অফিশিয়াল ওয়েবসাইট দেখুন (official website) – https://www.cisf.gov.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf