
Cement Corporation of India Limited (CCI)এর পক্ষ থেকে মোট 46 টি শুন্য পদে প্রার্থী নিয়োগের এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।যোগ্য এবং আগ্রহী ব্যক্তিদের দ্রুত আবেদনের জন্য জানানো হচ্ছে।
চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো –
১/ পদের নাম :- ইঞ্জিনিয়ার (Engineer)
• শূন্য পদের সংখ্যা :- 29 টি।
• বেতন :- (25000 – 50000/-) প্রতি মাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- Engineering degree with relevant experiences
• বয়স সীমা :- ৩০/০৬/২০২১ সময় অনুযায়ী ৩৫ বছর বয়স হতে হবে।
২/ পদের নাম :- অফিসার (Officer)
• শূন্য পদের সংখ্যা :- 17 টি।
• বেতন :- (25000 – 50000/-) প্রতি মাসে ।
• শিক্ষাগত যোগ্যতা :- Engineering degree/ MBA/ ICWA/ CA/ ICSI/ Graduate/ Post Graduate
• বয়স সীমা :- ৩০/০৬/২০২১ সময় অনুযায়ী ৩৫ বছর বয়স হতে হবে।
• আবেদন পদ্ধতি :- যৌগ এবং আগ্রহী প্রার্থীরা সরাসরি অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে।
• আবেদনের তারিখ :- 01/06/2021- 30/06/2021
• নিয়োগ পদ্ধতি :- যোগ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।
• ইন্টারভিউ তারিখ :- 30/06/2021
অফিশিয়াল ওয়েবসাইট (official website) – https://www.cciltd.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন – pdf
এখানে সরাসরি আবেদন করুন – Apply