চাকরীর খবর

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে CBI নোটিস

চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই, এমনটাই জানা যাচ্ছে সূত্রের খবরে।দীর্ঘ দিন ধরেই চিটফান্ড কেলেঙ্কারির তদন্তের ভার নিয়েছে সিবিআই। বিভিন্ন সময়ে বিভিন্ন হেভিওয়েট রাজনৈতিক নেতা কর্মীকে শমন পাঠাতেও দেখা গেছে সংস্থার তরফে।
কিন্তু পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে এভাবে তৃণমূল মহাসচিব তথা শিক্ষামন্ত্রীকে তলব নিয়ে তৈরি হতে পারে বিতর্ক। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে এক্ষেত্রে উঠতে পারে রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হওয়ার অভিযোগও।

জানা গেছে, ২০১৪ সাল থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত শুরু করেছে সিবিআই।
রাজ্যের প্রথম শ্রেণীর রাজনৈতিক নেতৃবৃন্দের নাম এতে জড়িয়েছে আগেও। এ প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, এখনও কোনও খবর পাইনি, পেলে সহযোগিতা করব৷ আমি এমন কিছু করিনি, যাতে সিবিআই ডেকে পাঠাবে৷এখানেই শেষ নয়, শিক্ষামন্ত্রী আরো বলেন, ব্যক্তিগত ভাবে আমি সৎ ব্যক্তি৷ আমাকে যে যেখানে ডাকবে, আমি চলে যাব৷ ভোটের মুখে আমার নামে কালি দেওয়ার চেষ্টা চলছে।

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

চাকরীর খবর

SSC প্রায় 15 হাজার নিয়োগ করবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ।

মঙ্গলবার বিধানসভায় বিজেপি বিধায়কের প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন ,আগামী দুই মাসের মধ্যে ...
চাকরীর খবর

নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করুন , ১০ হাজার টাকা করে পাবেন

পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষাই পাস করেছে তারা এই স্কলারশিপের জন্য আবেদন ...